জাতীয়

২ ঘণ্টায়ও শাহবাগ ছাড়েনি আউটসোর্সিং কর্মচারীরা, যানজটে ভোগান্তি

দুই ঘণ্টা পার হয়ে গেলেও শাহবাগ থেকে অবরোধ তুলে নেয়নি বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানের আউটসোর্সিং কর্মচারীরা। ফলে শাহবাগ এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়ে চরম ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা।

Advertisement

শনিবার (১৯ অক্টোবর) দুপুর সাড়ে ১২টার দিকেও আউটসোর্সিং কর্মচারীরা শাহবাগ অবরোধ করে অবস্থান করছেন।

আরও পড়ুন

চাকরি জাতীয়করণের দাবিতে আউটসোর্সিং কর্মচারীদের শাহবাগ অবরোধ ফার্মাসিউটিক্যাল কোম্পানিতে বৈষম্যের প্রতিবাদে শাহবাগে মানববন্ধন কয়েকটি রাজনৈতিক দলের সঙ্গে আজ সংলাপে বসছেন প্রধান উপদেষ্টা

দুপুর সোয়া ১২টার দিকে পুলিশ তাদের সরিয়ে দিতে চাইলে দুই পক্ষের মধ্যে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়। তবে পরে পুলিশ আবার পেছনে সরে যায়।

Advertisement

এর আগে সকাল সাড়ে ১০টার দিকে শাহবাগ মোড় অবরোধ করে রাজধানীর বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানের কয়েক হাজার আউটসোর্সিং কর্মচারীর। শাহবাগ অবরোধ করে তারা চাকরি জাতীয়করণের দাবি জানান।

এমএইচএ/এমআরএম/এমএস