জাতীয়

চাকরি জাতীয়করণের দাবিতে আউটসোর্সিং কর্মচারীদের শাহবাগ অবরোধ

সারাদেশের আউটসোর্সিং ও চুক্তিভিত্তিক চাকরি স্থায়ীকরণ/জাতীয়করণের দাবিতে শাহবাগ মোড় অবরোধ করেছেন আউটসোর্সিং কর্মচারীরা। এ সময় রাজধানীর ব্যস্ত এই মোড়ে যান চলাচল বন্ধ হয়ে যায়।

Advertisement

শনিবার (১৯ অক্টোবর) সকাল সাড়ে ১০টার দিকে কর্মসূচি পালন করেন তারা। এ সময় আন্দোলনকারীরা স্লোগানে স্লোগানে মুখরিত করে তোলেন শাহবাগ চত্বর।

আরও পড়ুন

দাবি না মানলে সর্বাত্মক ধর্মঘটের হুমকি চিকিৎসকদের কয়েকটি রাজনৈতিক দলের সঙ্গে আজ সংলাপে বসছেন প্রধান উপদেষ্টা আনুপাতিক ভোটের নির্বাচন এনে জটিলতা তৈরি করবেন না

সকাল ১০টার পর থেকে আশপাশের মিছিল নিয়ে তারা জাতীয় জাদুঘরের সামনে থেকে শাহবাগে অবস্থান নেন। এ সময় তারা ‘ড. ইউনূসের বাংলায় বৈষম্যের ঠাঁয় নাই’, ‘ব্রিটিশদের দাসত্ব ভেঙে দাও’সহ বিভিন্ন স্লোগান দেন।

Advertisement

কয়েকশ কর্মচারী শাহবাগে জড়ো হলে আশপাশের এলাকায় যান চলাচল বন্ধ হয়ে যায়। এ সময় অনেক যাত্রীকে বাস থেকে নেমে হেঁটে গন্তব্যের উদ্দেশে যেতে দেখা যায়।

আন্দোলনকারীরা বলেন, চাকরি থেকে বহিষ্কার, চলবে না, নিয়মিত বেতন দিতে হবে দিতে হবে’।

এইচএ/এফএইচ/এমআরএম/এমএস

Advertisement