দেশজুড়ে

সুনামগঞ্জের একটি গ্রামে গান-বাজনা নিষিদ্ধ

সুনামগঞ্জের তাহিরপুরে একটি গ্রামে গান-বাজনা নিষিদ্ধ করা হয়েছে। শুক্রবার (১৮ অক্টোবর) দুপুরে উপজেলার আনোয়ারপুর লোহাচূড়া বড় মসজিদে জুমার নামাজ শেষে মসজিদে বসে গ্রামের পঞ্চায়েত ও গ্রামবাসী মিলে এই সিদ্ধান্ত নেন।

Advertisement

সিদ্ধান্ত শেষে গ্রামের সবার মঙ্গল কামনায় দোয়া পড়ানো হয়। গান-বাজনা নিষিদ্ধ করা গ্রামটি হলো তাহিরপুরের বালিজুরী ইউনিয়নের পূর্ব আনোয়ারপুর।

খোঁজ নিয়ে জানা যায়, পূর্ব আনোয়ারপুর গ্রামে শতাধিক পরিবারের বসবাস। পাশাপাশি গ্রামটিতে অনেক রোগী, বৃদ্ধ ও শিশুরা রয়েছেন। ফলে ওই গ্রামের কোনো সামাজিক অনুষ্ঠানে কিংবা অহেতুক উচ্চস্বরে গান-বাজনা শুরু হলে হার্টের রোগী, বৃদ্ধ ও শিশুদের অনেক সমস্যা হয়। এজন্য গ্রামের সবাইকে নিয়ে জুমার নামাজ শেষে বসে এই সিদ্ধান্ত নেওয়া হয়।

এ বিষয়ে বালিজুরী ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান বাবুল মিয়া জাগো নিউজকে বলেন, মসজিদে বসে পূর্ব আনোয়ারপুর গ্রামের মানুসেরা গ্রামে গান- বাজনা নিষিদ্ধ করেছেন। এটা সব গ্রামের জন্য প্রযোজ্য না।

Advertisement

লিপসন আহমেদ/এসআর/এএসএম