প্রকাশিত হয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, বিপ্লব ও বিজয়ের বিশেষ সংকলন ‘৩৬ জুলাই’। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের উদ্যোগে বইটি প্রকাশ করেছে দাঁড়িকমা প্রকাশনী।
Advertisement
প্রকাশক জানান, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন বাংলাদেশের উদ্যোগে দাঁড়িকমা প্রকাশনীর বিশেষ প্রকাশনায় রক্তক্ষয়ী বিপ্লব ও বিজয়ের কবিতা সংকলন ‘৩৬ জুলাই’।
আরও পড়ুন স্বাধীনতা গণতন্ত্র মানবাধিকার: রাজনৈতিক প্রজ্ঞার দলিল ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা ও সমকালীন জনমতইতিহাসের গুরুত্বপূর্ণ স্মারকগ্রন্থটিতে স্থান পেয়েছে আন্দোলনের স্লোগান, স্লোগানের ইতিহাস, কবিদের কবিতা এবং সমন্বয়কদের মূল্যবান মতামত ও অনুভূতি।
বইটি সম্পাদনা করেছেন মেহেদী হাসান আকরাম। এতে সারাদেশের প্রায় ১০০ জন কবির প্রতিবাদী কবিতা আছে। মলাট মূল্য রাখা হয়েছে ৩০০ টাকা।
Advertisement
এসইউ/জিকেএস