খেলাধুলা

রাচিনের লড়াকু সেঞ্চুরিতে ভারতের আশাভঙ্গ, বিশাল লিড কিউইদের

ভারত প্রথম ইনিংসে ৪৬ রানের লজ্জায় ডুবেছে। তবে বেঙ্গালুরু টেস্টের ভাগ্য গড়ে দিতে পারে রাচিন রাবিন্দ্রর লড়াকু এক সেঞ্চুরিই। দলকে বড় লিড এনে দিতে অসাধারণ এক ইনিংস খেললেন ২৪ বছরের ব্যাটার।

Advertisement

অষ্টম উইকেটে বোলার টিম সাউদিকে নিয়ে রাচিন গড়েছেন অপ্রত্যাশিত এক জুটি। যে জুটিতে ভর করে নিউজিল্যান্ড শেষ পর্যন্ত প্রথম ইনিংসে অলআউট হয়েছে ৪০২ রানে। তাদের লিড ৩৫৬ রানের।

৩ উইকেটে ১৮০ রান নিয়ে তৃতীয় দিন শুরু করা নিউজিল্যান্ড ২৩৩ রানে হারিয়ে বসেছিল ৭ উইকেট। সেখান থেকে রাচিন সঙ্গী বানান বোলার টিম সাউদিকে। অষ্টম উইকেটে ১৩২ বলে ১৩৮ রানের ঝোড়ো জুটি গড়েন তারা।

সাউদি ৬৫ রানের ইনিংস খেলে সাজঘরে ফেরেন। এক প্রান্ত ধরে লড়ে যাওয়া রাচিন আউট হয়েছেন শেষ ব্যাটার হিসেবে। ১৫৭ বলে ১৩ চার আর ৪ ছক্কায় সাজানো ছিল তার ১৩৪ রানের ইনিংসটি। টেস্টে রাচিনের এটি দ্বিতীয় সেঞ্চুরি।

Advertisement

ভারতের দুই স্পিনার কুলদ্বীপ যাদব আর রবীন্দ্র জাদেজা নিয়েছেন তিনটি করে উইকেট।

এমএমআর/এমএস