ঘরের মাঠে টেস্ট জিততে ভুলেই গিয়েছিল পাকিস্তান। দীর্ঘ ৩ বছর পর জয় ধরা দিলো, সেটা আবার স্পিনারদের হাত ধরে। পাকিস্তানের দুই স্পিনার সাজিদ খান আর নোমান আলি রীতিমত কাঁদিয়ে ছেড়েছেন ইংলিশদের।
Advertisement
ইংল্যান্ডকে ১৫২ রানে হারিয়ে বেশ কয়েকটি রেকর্ড গড়েছেন তারা। এর মধ্যে ভেঙেছে ৫২ বছর আগের এক রেকর্ডও।
মুলতান টেস্টে পাকিস্তানের অফস্পিনার সাজিদ খান প্রথম ইনিংসে নিয়েছিলেন ৭ উইকেট। বাকি ৩ উইকেট বাঁহাতি স্পিনার নোমান আলির। দ্বিতীয় ইনিংসে নোমান শিকার করেন ৮ উইকেট। সাজিদের শিকার বাকি দুটি।
মানে এক টেস্টে প্রতিপক্ষের ২০ উইকেটের সবগুলোই নিয়েছেন পাকিস্তানের দুই স্পিনার। টেস্টে এমন ঘটনা এ নিয়ে মাত্র সপ্তমবার। এই সাতবারের মধ্যে পাকিস্তানের এমন কীর্তি দ্বিতীযবার।
Advertisement
এর আগে ১৯৫৬ সালে করাচিতে অস্ট্রেলিয়ার বিপক্ষে দুই পেসার ফজল মাহমুদ (১৩) আর খান মোহাম্মদ (৭) মিলে এক টেস্টে ২০ উইকেট নিয়েছিলেন। পাকিস্তানের স্পিনার হিসেবে সাজিদ আর নোমানই প্রথম।
১৯৭২ সালের পর এবার প্রথম টেস্ট ম্যাচে কোনো দলের দুজন বোলার মিলে ২০ উইকেট নিলেন। অর্থাৎ ৫২ বছর পর টেস্ট ক্রিকেটে ঘটলো এমন ঘটনা।
পাকিস্তানের দুই স্পিনার একই টেস্টে ৫টি করে উইকেট নেওয়ার কীর্তি আছে সাতবার। তবে সবশেষ দেখা গিয়েছিল সেই ১৯৮৭ সালে। ৩৭ বছর পর ওই রেকর্ড ভাঙলেন সাজিদ-নোমান।
নোমান আলি এই টেস্টে সবমিলিয়ে ১৪৭ রান খরচায় নিয়েছেন ১১টি উইকেট। ইংল্যান্ডের বিপক্ষে পাকিস্তানি কোনো বোলারের তৃতীয় সেরা বোলিং ফিগার এটি।
Advertisement
এছাড়া ইংল্যান্ডের বিপক্ষে এক ইনিংসে পাকিস্তানের সেরা বোলিং ফিগারের তালিকায়ও ঢুকে পড়েছেন নোমান। ১৯৮৭ সালে আবদুল কাদির লাহোরে ৫৬ রানে ৯ উইকেট শিকার করেছিলেন। দ্বিতীয় স্থানেই আছে নোমানের ৪৬ রানে ৮ উইকেট।
এমএমআর/জিকেএস