কঙ্গনা রানাউত অভিনীত ‘ইমারজেন্সি’ সিনেমাটি মুক্তি নিয়ে কয়েক মাস ধরে বিভিন্ন জটিলতা চলছে। মিলছিল না সেন্সর বোর্ডের ছাড়পত্র। অবশেষে সব সমস্যা কাটিয়ে এটি মুক্তির জন্য সবুজ সংকেত পেয়েছে। এমন সুখবর দিলেন অভিনেত্রী নিজেই। অভিনয়ের পাশাপাশি সিনেমাটি পরিচালনা ও প্রযোজনা করেছেন কঙ্গনা।
Advertisement
‘ইমারজেন্সি’ সিনেমাটি নিয়ে কঙ্গনা রানাউত তার সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট দিয়েছেন। এতে তিনি জানিয়েছেন, তার সিনেমাটি সেন্সর বোর্ডের ছাড়পত্র পেয়েছে। তিনি আরও লিখেছেন, ‘আমরা আনন্দের সঙ্গে জানাচ্ছি যে আমরা আমাদের ইমারজেন্সির জন্য সেন্সর বোর্ডের সার্টিফিকেট পেয়েছি। শিগগিরই মুক্তির দিন ঘোষণা করা হবে। ধন্যবাদ আপনাদের ধৈর্য এবং সাপোর্টের জন্য।’ তবে এটি মুক্তির জন্য নির্দিষ্ট কোনো তারিখ জানানো হয়নি।
আরও পড়ুন:
এমপি কঙ্গনার ছবি আটকালো ভারতের সেন্সরবোর্ড যে কারণে বলিউডের কোনো অনুষ্ঠানে যান না কঙ্গনাকয়েকমাস আগে মাস আগে এ সিনেমার সহ প্রযোজক জি এন্টারটেইনমেন্টের পক্ষ থেকে মামলা করা হয় যে ইচ্ছাকৃতভাবে সিনেমাটিকে সেন্সর বোর্ড সার্টিফিকেট দিচ্ছিল না যাতে বিজেপি শিখদের ভোট না হারায়। যদিও সেন্সর বোর্ডের পক্ষ থেকে জানানো হয় এ সিনেমা এমন কিছু অংশ আছে যা নতুন করে সমস্যা সৃষ্টি করতে পারে। অবশেষে শেষ শুনানিতে সেন্সর বোর্ডের পক্ষ থেকে জানানো হয় সিনেমার নির্মাতারা যদি বেশ কিছু দৃশ্য কেটে বাদ দেন তাহলে সিনেমাটিকে তারা ছাড়পত্র দেবেন। তাতেই রাজি হয়েছেন সিনেমা সংশ্লিষ্টরা। অবশেষে এসব জটিলতা কাটিয়ে ছাড়পত্র পেয়েছে ‘ইমারজেন্সি’।
Advertisement
‘ইমারজেন্সি’ সিনেমায় ইন্দিরা গান্ধীর চরিত্রে অভিনয় করেছেন কঙ্গনা রানাউত। এতে আরও গুরুত্বপূর্ণ চরিত্রে অনুপম খের ও প্রয়াত সতীশ কৌশিককে দেখা যাবে। সিনেমাটিতে ভারতের সাবেক প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর আমলের ইতিহাস তুলে ধরা হয়েছে।
এমএমএফ/এমএস