জাতীয়

চট্টগ্রামে সিন্ডিকেট ভাঙতে ১৪০ টাকা ডজন ডিম বিক্রি

সরকার ডিমের দাম বেঁধে দিলেও কোথাও তা মানা হচ্ছে না। সবখানেই ডিম বিক্রি হচ্ছে বাড়তি দামে। এ অবস্থায় চট্টগ্রামে সিন্ডিকেট ভাঙতে খোলা বাজারে ১৪০ টাকা ডজন ডিম বিক্রি শুরু করেছে কয়েকজন তরুণ।

Advertisement

বৃহস্পতিবার (১৭ অক্টোবর) বিকেলে নগরের বহদ্দারহাট এলাকায় খোলা বাজারে এ ডিম বিক্রি শুরু করেন তারা। প্রথমদিনে তরুণদের এ উদ্যোগে সাড়া দিয়েছেন ক্রেতারাও।

উদ্যোক্তাদের একজন মোহাম্মদ আরিফ বলেন, ‘বড় কোম্পানিগুলোর সিন্ডিকেটের কারণে ডিমের দাম বেড়েছে। বাজারে এক ডজন ডিম বিক্রি হচ্ছে ১৭০ থেকে ১৮০ টাকায়। এ অবস্থায় আমরা কয়েকজন তরুণ সরাসরি খামার থেকে ডিম সংগ্রহ করে লাভ ছাড়াই সাধারণ মানুষের কাছে বিক্রি করছি। এ ক্ষেত্রে প্রতি ডজন ডিম বিক্রি করছি ১৪০ টাকায়।’

তরুণদের এ উদ্যোগকে স্বাগত জানিয়েছেন ক্রেতারা। বিকেলে কম মূল্যে ডিম কিনতে বহদ্দারহাট বাজার এলাকায় ক্রেতাদের ভিড় করতে দেখা যায়।

Advertisement

ক্রেতাদের একজন গৃহবধূ শামীমা আক্তার বলেন, ‘বাচ্চাদের জন্য প্রতিদিন ডিম প্রয়োজন হয়। কিন্তু অতিরিক্ত দামের কারণে সেটা নিয়মিত ক্রয় করা যাচ্ছে না। তরুনরা পাইকারি দামে বাজারে ডিম নিয়ে আসায় এবার সিন্ডিকেট ভাঙবে বলে আশা করছি।’

এএজেড/এমএএইচ/এএসএম