বাংলাদেশের বর্তমান জনসংখ্যা ৪০ কোটি ছাড়িয়েছে বলে মন্তব্য করেছেন বিশ্ব জরিপ সংস্থার মুখপাত্র সাইয়্যিদ মুহম্মদ আকতার ই-কামাল। ১৬ অক্টোবর গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এই চিত্র প্রকাশ করে বিশ্ব জরিপ সংস্থা। তিনি বলেন, ‘বিগত ২৭ বছরে জনসংখ্যার একই হিসাব দেওয়া হচ্ছে। এর পেছনে কাজ করছে বিভিন্ন এনজিও।’
Advertisement
বিষয়টি সোশ্যাল মিডিয়া ফেসবুকে নতুন আলোচনার জন্ম দিয়েছে। একই সঙ্গে হাস্যরসেরও সৃষ্টি হয়েছে। কেউ কেউ আবার তথ্যটিকে বাস্তবসম্মত মনে করছেন।
ঢাকা অপেরা নামের একটি পেজে লেখা হয়েছে, ‘বাংলাদেশের বর্তমান জনসংখ্যা ৪০ কোটিরও বেশি। ১৯৯৭ সন পর্যন্ত জনসংখ্যা ছিল প্রায় ১৭ কোটি।’ ঢাকা অপেরার পোস্টটি শেয়ার করে আলোকচিত্রী সুদীপ্ত সালাম লিখেছেন, ‘রাস্তাঘাটে হাঁটলেই বুঝা যায়, জরিপ লাগে না।’
আরও পড়ুন ঢাবিতে গণবিয়ের আয়োজনে নেটজুড়ে উল্লাস সোশ্যাল মিডিয়ায় ফিরে এলো চিঠিমিজান মাহমুদ রাজিব লিখেছেন, ‘কারা জানি জরিপ করছে বাংলাদেশের বর্তমান জনসংখ্যা ৪০ কোটি। ২০২১ সালে ছিল ১৬ কোটি। তাইলে এই ৫ বছর বাম্পার ফলন হইছে।’
Advertisement
সাজ্জাদ মুন্না লিখেছেন, ‘বাংলাদেশের বর্তমান জনসংখ্যা ৪০ কোটি! বিদেশি তহবিল আসা বন্ধ হওয়ার আশঙ্কা থেকেই জনসংখ্যার প্রকৃত সংখ্যা লুকানো হয়েছিল।’
নাসরিন অভি লিখেছেন, ‘বাংলাদেশের বর্তমান জনসংখ্যা ৪০ কোটি ছাড়িয়েছে বলে মন্তব্য করেছেন বিশ্ব জরিপ সংস্থার মুখপাত্র সাইয়্যিদ মুহম্মদ আকতার ই-কামাল। তিনি বলেন, বিগত ২৭ বছরে জনসংখ্যার একই হিসাব দেওয়া হচ্ছে।’
মাজহারুল ইসলাম লিখেছেন, ‘ভাবা যায়? কী সাংঘাতিক চিন্তার বিষয়। বাংলাদেশের বর্তমান জনসংখ্যা ৪০ কোটি ছাড়িয়েছে!’
এসইউ/এএসএম
Advertisement