বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মামলা প্রত্যাহার না করলে সারাদেশে আন্দোলন গড়ে তোলা হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন তাঁতী দলের কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক আবুল কালাম আজাদ।
Advertisement
বৃহস্পতিবার (১৭ অক্টোবর) দুপুরে লক্ষ্মীপুর মডেল ইউনিয়নে দুলাল খান স্কয়ার মাদরাসা মাঠে ডেঙ্গু সচেতনতা বিষয়ক আলোচনা সভা শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।
তাঁতী দলের এই নেতা বলেন, অন্তর্বর্তী সরকারকে কিছুদিন সময় দিতে হবে। তারেক রহমানের মিথ্যা মামলাগুলো এখনো প্রত্যাহার করেনি সরকার। যদি অচিরেই মামলাগুলো প্রত্যাহার না করে সারাদেশে আন্দোলন গড়ে তোলা হবে।
তিনি আরও বলেন, তারেক রহমানের বিরুদ্ধে মামলাগুলোকে মিথ্যা প্রমাণ করে জনগণের মাঝে ফিরিয়ে আনা হবে। এখন আমাদের দাবি নিরপেক্ষ সরকারের অধীনে একটি সুষ্ঠু নির্বাচন দেওয়া।
Advertisement
এসময় উপস্থিত ছিলেন জেলা তাঁতী দলের আহ্বায়ক আলী আহমেদ সরকার, যুগ্ম আহ্বায়ক মুজিবুর রহমান লিটন, শফিকুর রহমান পাটোয়ারী, আরিফ ইকবাল লিটু তালুকদার, ইউনিয়ন বিএনপির সভাপতি নুরু ভূঁইয়া।
শরীফুল ইসলাম/জেডএইচ/জেআইএম