গুম সংক্রান্ত তদন্ত কমিশনে অভিযোগ দেওয়ার সময় ১৪দিন বাড়ানো হয়েছে। আগামী ৩১ অক্টোবর পর্যন্ত কমিশনে অভিযোগ দেওয়া যাবে।
Advertisement
বৃহস্পতিবার (১৭ অক্টোবর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে সময় বাড়ানোর কথা জানানো হয়েছে। এর আগে ১৭ অক্টোবর পর্যন্ত অভিযোগ দেওয়ার সময় বেঁধে দিয়েছিল কমিশন। এ নিয়ে তিন দফা সময় বাড়ালো কমিশন।
বিজ্ঞপ্তিতে বলা হয়, এ সময়ের মধ্যে ২০০৯ সালের ৬ জানুয়ারি থেকে ২০২৪ সালের ৫ আগস্ট পর্যন্ত সময়ের মধ্যে জোরপূর্বক গুমের ঘটনায় ভিকটিম নিজে বা পরিবারের কোনো সদস্য বা আত্মীয়-স্বজন বা গুমের ঘটনার প্রত্যক্ষদর্শী যে কোনো ব্যক্তি সশরীরে কমিশনের কার্যালয়ে উপস্থিত হয়ে অভিযোগ দায়ের করতে পারবেন। ডাকযোগে অথবা ই- মেইলেও অভিযোগ জানানো যাবে। অভিযোগ জানানোর ঠিকানা- গুম সংক্রান্ত কমিশন অফ ইনকোয়ারি, ৯৬, গুলশান এভিনিউ, ঢাকা-১২১২। ই-মেইল edcommission.bd@gmail.com
প্রথমে কমিশনে গুমের অভিযোগ ১৫ থেকে ৩০ সেপ্টেম্বরের মধ্যে জানাতে বলা হয়েছিল। পরে অভিযোগ দেওয়ার সময় ১০ অক্টোবর পর্যন্ত নির্ধারণ করা হয়।
Advertisement
গত ২৭ আগস্ট এ কমিশন গঠন করে অন্তর্বর্তী সরকার। কমিশন ২০০৯ সালের ৬ জানুয়ারি থেকে গত ৫ আগস্ট পর্যন্ত সময়ের মধ্যে আইন-শৃঙ্খলা প্রয়োগকারী সংস্থার মাধ্যমে জোরপূর্বক গুম হওয়া ব্যক্তিদের সন্ধান, তাদের শনাক্ত এবং কোন পরিস্থিতিতে গুম হয়েছিল তা নির্ধারণ করবে।
'কমিশন অব ইনকয়ারি অ্যাক্ট, ১৯৫৬' অনুসারে তদন্তকার্য সম্পন্ন করে কমিশন তিন মাসের মধ্যে সরকারের কাছে তদন্ত প্রতিবেদন দাখিল করবে।
এ কমিশনের সভাপতি হাইকোর্ট বিভাগের অবসরপ্রাপ্ত বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী। কমিশনে সদস্য হিসেবে রয়েছেন- হাইকোর্ট বিভাগের অবসরপ্রাপ্ত বিচারপতি মো. ফরিদ আহমেদ শিবলী, মানবাধিকার কর্মী নূর খান, ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের শিক্ষক নাবিলা ইদ্রিস ও মানবাধিকার কর্মী সাজ্জাদ হোসেন।
আরএমএম/এসআইটি/জেআইএম
Advertisement