প্রযুক্তিনির্ভর চলচ্চিত্র ও নাটকগুলি অধিকাংশই স্টুডিওতে জিএফএক্স ও ক্রমাকি’র উপর চিত্রায়ন করা হয় যা অত্যন্ত দৃষ্টি নন্দন। এই ক্ষেত্রে নতুন মাত্রা যোগ করে পরিচ্ছন্ন ও সৃজনশীল স্টুডিও নির্ভর যে কোনো শিল্পকর্ম ও সুস্থ ধারার চলচ্চিত্র নির্মাণে রাজধানীতে যাত্রা শুরু করলো ‘স্টুডিও ক্রমাকি’।এই স্টুডিও`র প্রধান বৈশিষ্ট হচ্ছে, ১৮ ফুট বাই ১৪ ফুট সম্পূর্ণ ক্রমাকি ফ্লোর। এর সঙ্গে আছে অনলাইন এডিটিং প্যানেল ডলি স্টানসহ লাইট, জিএফএক্স এডিট প্যানেল, ফুল সাউন্ডপ্রুফ স্টুডিও।গেল বৃহস্পতিবার, ৫ মে সন্ধ্যা সাড়ে ৬টায় ২১৮, এ্যলিফ্যান্ট রোড, সাহেরা ট্রপিক্যাল সেন্টার (১১তলা), সুইট নং-১০ এ ‘স্টুডিও ক্রমাকি’র শুভ উদ্বোধন হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এসএ টিভির সিইও এবং চলচ্চিত্র ব্যক্তিত্ব সালাহউদ্দিন জাকি। বিশেষ অতিথি হিসিবে উপস্থিত ছিলেন জনপ্রিয় কন্ঠশিল্পী ফেরদৌস ওয়াহিদ। এছাড়াও বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব, শিল্পী-সাহিত্যিক-লেখকগণ উপস্থিত ছিলেন।প্রধান অতিথি তার বক্তব্যে সংস্কৃতি অঙ্গনে সুস্থ ধারা বজায় রাখার জন্য সকলের সহযোগিতা কামনা করেন।এলএ/আরআইপি
Advertisement