বিনোদন

দিবস বাতিল প্রসঙ্গে যা বললেন তারা

ঐতিহাসিক ৭ মার্চ, জাতীয় শোক দিবস ও ১৫ আগস্টসহ বাতিল হচ্ছে ৮ জাতীয় দিবস। মন্ত্রিপরিষদ বিভাগ সূত্রে আজ (১৬ অক্টোবর) বুধবার এ তথ্য জানা গেছে। অন্যদিকে তথ্য ও প্রযুক্তি উপদেষ্টা নাহিদ ইসলাম সচিবালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মন্তব্য বলেছেন, ‘৭ মার্চ গুরুত্বপূর্ণ, তবে জাতীয় দিবস হওয়ার মতো নয়। শেখ মুজিবুর রহমান অবশ্যই জাতির জনক নন।’ এ খবর প্রকাশের পর মিশ্র প্রতিক্রিয়া জানিয়েছেন বিনোদন অঙ্গনের তারকা ও শিল্পীদের কেউ কেউ।

Advertisement

খ্যাতিমান অভিনেতা সোহেল রানা ফেসবুকে লিখেছেন, ‘ভাই নাহিদ, যখন আপনাদের জন্মই হয়নি, সেই সময়ের দেশ এবং নেতাদের নিয়ে কথা বলা আপনার জন্য বেমানান। আপনাকে অজ্ঞ বলতে বাধ্য করবেন না।’

অভিনেত্রী মেহের আফরোজ শাওন তার ফেসবুক পোস্টে লিখেছেন, ‘ঐতিহাসিক ৭ মার্চ জাতীয় দিবস হিসেবে বাতিল করা হলো আজ! আমি মেহের আফরোজ শাওন, বাংলাদেশের একজন সাধারণ নাগরিক হিসেবে অন্তর্বর্তী সরকারের এ সিদ্ধান্তের তীব্র প্রতিবাদ করলাম। কিছুদিন পর দেখা যাবে ২৬ মার্চ স্বাধীনতা দিবস বাদ। নতুন স্বাধীনতা দিবস হিসেবে ৩৬ জুলাই পালিত হবে হয়তো!’ তিনি আরও লিখেছেন, “৭ মার্চের পক্ষে বলার জন্য যদি আমাকে ‘দালাল’ উপাধি পেতে হয়, তবে আমি দালাল। আমি বাংলাদেশের মুক্তিযুদ্ধের দালাল, স্বাধীনতার স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দালাল।”

আরও পড়ুন:

Advertisement

এই ফিলোসোফির ওপর আমরা একটা ফিল্ম বানাবো দেখা দিলেন মমতাজ, গাইলেন গান

ব্যান্ডতারকা মাকসুদুল হক তার পোস্টে লিখেছেন, ‘নয়া বাংলাদেশে’ একুশে ফেব্রুয়ারি আর পহেলা বৈশাখ থাকবে নাকি ওগুলোও ‘বাতিল’?

সোহানা সাবা তার প্রতিক্রয়ায় জানিয়েছেন, ‘বাংলাদেশ, মুক্তিযুদ্ধ ও বঙ্গবন্ধু ১৯৭১। লিখে রাখলাম, হার্ডড্রাইভ, সফটওয়্যার বুঝি না। রিসেটে যদি সব ভুলে যাই!’

অভিনেত্রী ও সেন্সর সার্টিফিকেশন বোর্ডের সদস্য কাজী নওশাবা আহমেদ লিখেছেন, ‘৭ই মার্চ, আমাদের লড়াকু বাংলাদেশের ভিত্তি। একসাথে এগিয়ে যাওয়ার মুক্তিবারতা!’

উপদেষ্টা পরিষদের সভায় জাতীয় ৮ দিবস বিষয়ে সিদ্ধান্ত হয়েছে আজ। আজ আটটি জাতীয় দিবস বাতিল করে আদেশ জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ।

Advertisement

এমএমএফ/আরএমডি/এমএস