দেশজুড়ে

আইফোন কুড়িয়ে পেয়ে মালিককে খুঁজছেন কলেজছাত্র হোসেন

পটুয়াখালীর কুয়াকাটায় একটি আইফোন কুড়িয়ে পেয়েছেন ইমাম হোসেন মুসুল্লি নামের এক কলেজছাত্র। পরে এটি প্রকৃত মালিকের কাছে ফিরিয়ে দিতে মেয়রের কাছে হস্তান্তর করেন তিনি। বর্তমানে আইফোনের মালিককে খুঁজছে পুলিশ।

Advertisement

বুধবার (১৬ অক্টোবর) দুপুরে নিজ বাড়ির সামনে একটি অটোভ্যানের ওপর আইফোনটি পান ইমাম হোসেন। তিনি ঢাকা কলেজে অধ্যয়নরত।

পুলিশ জানায়, দুপুরে মুসুল্লিয়াবাদ গ্রামের বাড়ির সামনে রাস্তায় একটি অটোভ্যানের ওপর আইফোন পড়ে থাকতে দেখেন ইমাম হোসেন। তাৎক্ষণিকভাবে তিনি পৌরসভার সাবেক মেয়র আনোয়ার হোসেন হাওলাদারকে জানান। পড়ে থাকা আইফোনটি ফোরটিন কিংবা ফিফটিন হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে লক থাকার কারণে কোনো পরিচিত বা অপরিচিত নম্বরও পাওয়া যায়নি।

ঢাকা কলেজের ছাত্র ইমাম হোসেন বলেন, ‘বাড়ির সামনে পাঁয়চারী করছিলাম। এমন সময় একটি অটোর ওপরে পড়ে থাকতে দেখি একটি আইফোন। অটোর মালিকও জানেন না কে রেখে গেছেন। পরে আমি এটাকে সাবেক মেয়রের কাছে হস্তান্তর করি।’

Advertisement

তিনি আরও বলেন, ‘এত দামি ফোন হলেও অন্যের জিনিসের ওপর আমার কখনো লোভ ছিল না। প্রকৃতপক্ষে এর মালিক এটা ফিরে পেলেই আমি শান্তি পাবো।’

কুয়াকাটা পৌরসভার সাবেক মেয়র আনোয়ার হাওলাদার বলেন, ‘খবর পাওয়ার পরে ফোনটি আমার কাছে নিয়ে আসতে বলি। পরে আমি ট্যুরিস্ট পুলিশকে ঢেকে তাদের হাতে তুলে দেই।’

তিনি বলেন, ‘একজন কলেজছাত্র এত দামি ফোন পেয়েও লোভ করেনি! এই চরিত্র আমাদের প্রতিটি সন্তানের মধ্যে থাকা দরকার।’

ট্যুরিস্ট পুলিশ কুয়াকাটা জোনের ইনচার্জ মো. শাহ জালাল বলেন, ‘মাইকিং, সামাজিক যোগাযোগমাধ্যম এবং হোটেল-মোটেলগুলোতে খবর দিয়ে প্রকৃত মালিককে খোঁজা হচ্ছে। প্রকৃত মালিক তার উপযুক্ত প্রমাণ দিয়ে ফোনটি নিতে পারবেন।’

Advertisement

আসাদুজ্জামান মিরাজ/এসআর/এমএস