জাতীয় পার্টির (জাপা) সহযোগী ছাত্র সংগঠন জাতীয় ছাত্র সমাজের সভাপতি মো. আল-মামুন এবং সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম খান পদত্যাগ করেছেন।
Advertisement
বুধবার (১৬ অক্টোবর) সকাল ১০টায় তারা পদত্যাগ করেন। পরে গণমাধ্যমে পাঠানো বিবৃতিতে এ তথ্য জানানো হয়।
আরও পড়ুন
সারজিস-হাসনাত আব্দুল্লাহকে রংপুরে প্রবেশে নিষেধাজ্ঞার ঘোষণা সারজিস-হাসনাতকে অবাঞ্ছিত ঘোষণায় জাতীয় পার্টিকে ক্ষমা চাইতে হবেবিবৃতিতে পদত্যাগ করা নেতারা জানান, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন এবং পার্টির অবস্থান সাংঘর্ষিক হওয়ায় আমরা পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছি। গত ১৩ আগস্ট কোটা আন্দোলনে সমর্থন দিয়ে বিবৃতি এবং ১৭ জুলাই কোটা আন্দোলনকারীদের ওপর হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছিলাম। বৈষম্যবিরোধী আন্দোলনে সর্বাত্মক অংশগ্রহণ ছিল আমাদের।
Advertisement
এতে আরও বলা হয়, সারাদেশে জাতীয় ছাত্র সমাজের অনেক নেতাকর্মীকে গ্রেফতার করা হয়েছিল। বর্তমানে পার্টির অবস্থান বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সঙ্গে সাংঘর্ষিক হওয়ায় দল থেকে পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছি।
এএএইচ/কেএসআর/এমএস