দেশজুড়ে

সিরাজগঞ্জে তিন প্রতিষ্ঠানকে লাখ টাকা জরিমানা

সিরাজগঞ্জে ভেজাল মিছরি ও ডিমের মূল্যতালিকা প্রদর্শন না করায় তিন প্রতিষ্ঠানকে এক লাখ ২০ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। বুধবার (১৬ অক্টোবর) সকালে সিরাজগঞ্জ সদর ও কাজীপুর উপজেলায় অভিযান চালিয়ে তাদের এ জরিমানা করা হয়।

Advertisement

অধিদপ্তর সিরাজগঞ্জের সহকারী পরিচালক (অতিরিক্ত দায়িত্ব) মাহমুদ হাসান রনি জানান, জেলার সদর উপজেলার ছোনগাছা বাজারের ইমরান ট্রেডার্সকে ভেজাল গুড় ও মিছরি বিক্রির দায়ে ৫০ হাজার টাকা, রতনকান্দিতে পর্যাপ্ত ডিম মজুদ রাখায় একটি পোল্ট্রি ফার্মকে ৫০ হাজার টাকা ও কাজীপুর উপজেলার গান্ধাইলে রেখা পোল্ট্রি ফার্মকে মূল্য তালিকা প্রদর্শন না করায় ২০ হাজার টাকা জরিমানা করা হয়।

ব্যাণিজ্যো মন্ত্রণালয়ের বিশেষ টাস্কফোর্সের পরিচালিত অভিযানে সিনিয়র কৃষি বিপণন কর্মকর্তা, সদর উপজেলার প্রাণিসম্পদ কর্মকর্তা ও শিক্ষার্থী প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।

এমএ মালেক/আরএইচ/এমএস

Advertisement