ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের সামনের পানির পাম্পের পাশে থেকে অজ্ঞাতপরিচয় (৬৫) এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (১৫ অক্টোবর) রাতে অচেতন অবস্থায় তাকে জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক রাত ২টার দিকে মৃত ঘোষণা করে।
Advertisement
শাহবাগ থানার উপ-পরিদর্শক (এসআই) হারুন বলেন, খবর পেয়ে রাত ২টার দিকে ঢাকা মেডিকেল কলেজের জরুরি বিভাগের পাশে পানির পাম্পের সামনে থেকে অচেতন অবস্থায় ওই ব্যক্তিকে উদ্ধার করি। পরে ঢাকা মেডিকেলে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করে।
তিনি আরও জানান, এলাকাবাসীর কাছে জানতে পারি ওই ব্যক্তি ভবঘরে ছিলেণ্ অসুস্থতা জনিত কারণেই তার মৃত্যু হয়েছে বলে আমাদের ধারণা।ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।
মরদেহ ঢাকা মেডিকেলের মর্গে রাখা হয়েছে। ওই ব্যক্তি নাম-পরিচয় এখনো জানা যায়নি, বিস্তারিত জানার চেষ্টা চলছে। সিআইডির ক্রাইমসিনকে খবর দেওযা হয়েছে।
Advertisement
আল আমিন/এমআইএইচএস/জেআইএম