উয়েফা নেশনস লিগের টানা তিন ম্যাচে গোল করেছিলেন ক্রিশ্চিয়ানো রোনালদো। কিন্তু স্কটল্যান্ডের বিপক্ষে খেলতে নেমে পর্তুগাল ফরোয়ার্ডের উড়ন্ত যাত্রা থামলো। দারুণ কিছু সুযোগ তৈরি করেও জাল খুঁজে পাননি আল নাসর তারকা। রোনালদোর গোলহীন দিনে জিতলো না দলও। এই ম্যাচে পর্তুগালের বিপক্ষে গোলশূন্য ড্র করেছে স্কটল্যান্ড।
Advertisement
মঙ্গলবার স্কটল্যান্ডের গ্লাসগোতে গোলের সুযোগ তৈরি করেছিল দুই দলই। তবে শেষ পর্যন্ত সফল হতে পারেনি কেউ। উভয় জাল অক্ষত রাখার কৃতিত্ব দিতে হবে দুই গোলরক্ষককে। স্কটল্যান্ডের কিপার ক্রেইগ গর্ডন ও পর্তুগালের গোলরক্ষক দিয়াগো কস্তা ছিলেন দুর্দান্ত।
নেশনস লিগে চার ম্যাচে এই প্রথম পয়েন্ট হারালো পর্তুগাল। পয়েন্ট হারালেও কোয়ার্টার ফাইনালে এক পা রেখেছে পর্তুগিজরা। গ্রুপ:এ১- এ চার ম্যাচে রোনালদোর দলের পয়েন্ট ১০। অন্যদিকে ১ পয়েন্ট নিয়ে টেবিলের তলানিতে আছে স্কটল্যান্ড।
চার ম্যাচে ৭ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে ক্রোয়েশিয়া। ৪ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থান দখল করেছে পোল্যান্ড।
Advertisement
এমএইচ/জেআইএম