খেলাধুলা

চলে এসেছেন টাইগারদের হেড কোচ ফিল সিমন্স

দুই টেস্টের সিরিজ খেলতে দক্ষিণ আফ্রিকা ক্রিকেট দল এখন ঢাকায়। সকাল নয়টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পা রাখে প্রোটিয়ারা।

Advertisement

একই ফ্লাইটে ঢাকায় চলে এসেছেন বাংলাদেশ দলের নতুন হেড কোচ ফিল সিমন্সও। দুবাই থেকে কানেক্টিং ফ্লাইট নেয় দক্ষিণ আফ্রিকা দল। সিমন্স ক্যারিবীয় দ্বীপপুঞ্জ থেকে সেখানে তাদের সঙ্গে যোগ দেন।

দীর্ঘ ভ্রমণে দক্ষিণ আফ্রিকার ক্রিকেটাররা বেশ ক্লান্ত হয়ে গেলেও বিমানবন্দরে বেশ হাসিখুশি দেখা যায় ফিল সিমন্সকে।

জানা গেছে, আজ বিশ্রামের পর আগামীকালই (বৃহস্পতিবার) জাতীয় দলের প্র্যাকটিস সেশনে যোগ দেবেন টাইগারদের নতুন হেড কোচ।

Advertisement

এআরবি/এমএমআর/এএসএম