আইন-আদালত

৩০ বিচারপতির পদত্যাগের দাবিতে আইনজীবীদের পদযাত্রা

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সময়ে নিয়োগ হওয়া হাইকোর্ট বিভাগের দুর্নীতিবাজ ও দলকানা বিচারপতিদের পদত্যাগ বা অপসারণের দাবিতে প্রধান বিচারপতির কার্যালয় অভিমুখে পদযাত্রা কর্মসূচি পালন করেছেন সুপ্রিম কোর্টের আইনজীবীরা। মঙ্গলবার (১৫ অক্টোবর) সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সামনে থেকে প্রধান কার্যালয় অভিমুখে পদযাত্রা করেন আইনজীবীরা।

Advertisement

এরপর প্রধান বিচারপতির প্রধান প্রবেশ দ্বারে আইনজীবীরা সংক্ষিপ্ত সমাবেশ করেন। ব্যারিস্টার এম আশরাফুল ইসলামের সঞ্চালনায় সমাবেশে শতাধিক আইনজীবী অংশ নিয়ে ৩০ বিচারপতির পদত্যাগের দাবিতে বিভিন্ন স্লোগান দেন।

এসময় আইনজীবীদের একটি প্রতিনিধিদল প্রধান বিচারপতির সঙ্গে সাক্ষাৎ করেন। দুপুর ২টার দিকে সিনিয়র আইনজীবী ও সুপ্রিম কোর্ট বারের সাবেক সম্পাদক গীয়াস উদ্দিন আহমেদ, মহসীন রশিদ, শাহ আহমেদ বাদল, সৈয়দ মামুন মাহবুব, এবিএম রফিকুল হক তালুকদার রাজা, কাজী জয়নাল আবেদীন ও জুলফিকার আলী জুনু প্রধান বিচারপতির সঙ্গে বৈঠক করেন।

সাক্ষাৎ শেষে আইনজীবীরা জানান, প্রধান বিচারপতির আশ্বাসের পরিপ্রেক্ষিতে হাইকোর্টের ৩০ বিচারপতির পদত্যাগের দাবিতে চলমান আন্দোলনের পরবর্তী কর্মসূচি ২১ অক্টোবর ঘোষণা করা হবে।

Advertisement

সাক্ষাৎ শেষে হাইকোর্টের এনেক্স ভবনের সামনে সাংবাদিকদের ব্রিফিং করেন আইনজীবী মহসীন রশিদ ও সৈয়দ মামুন মাহবুব।

ব্রিফিংয়ে তারা জানান, ৩০ জন বিচারপতির ছবি ও নাম প্রকাশ করার কথা ছিল। কিন্তু প্রধান বিচারপতির আহ্বানে তা স্থগিত রাখা হয়। কেননা প্রধান বিচারপতি আইনজীবীদের দাবির যৌক্তিকতার ব্যাপারে একমত পোষণ করেণ। তিনি বলেন, তার সাংবিধানিক ক্ষমতার মধ্যে সর্বোচ্চ যা করা সম্ভব তিনি অবশ্যই তা করবেন। এবং তা ২০ অক্টোবরের মধ্যে দৃশ্যমান হবে।

এ বিষয়ে আইনজীবী নেতারা প্রধান বিচারপতিকে স্মরণ করিয়ে দেন সংবিধানের ১০৭(৩) অনুচ্ছেদ অনুযায়ী দুর্নীতিবাজ ও দলবাজ বিচারপতিদের ছুটিতে পাঠানো যেতে পারে। জবাবে প্রধান বিচারপতি আইনজীবীদের বলেছেন, আমি এটাও সক্রিয় বিবেচনায় রাখছি। এই পরিপ্রেক্ষিতে আইনজীবীরা আগামী ২১ অক্টোবর বৈঠক করে পরিবর্তিত পরিস্থিতি অনুযায়ী কর্মসূচি প্রনায়ন করবেন।

ব্রিফিংয়ে আইনজীবী মহসীন রশিদ বলেন, আমরা এর আগে প্রধান বিচারপতিকে ৩০ জনের একটি তালিকা দিয়েছি। সাক্ষাতে দেখা গেছে এই তালিকা তার কাছে রাখা আছে। তিনি ওই তালিকা বরে করে আমাদের দেখিয়েছেন যে তিনি এর ওপর কাজ করছেন। তার কথা হচ্ছে আমার আওতার মধ্যে, সাংবিধানিক আওতায় যত কিছু করার সেটা তিনি করবেন।

Advertisement

তিনি বলেছেন, আপনারা ২০ তারিখের মধ্যে বুঝবেন যে আপনাদের দাবি নিয়ে কাজ করছি। সেটা আপনাদের সামনে দৃশ্যমান হবে যে প্রধান বিচারপতি কাজ করছেন।

সৈয়দ মামুন মাহবুব বলেন, আজ আমাদের কথা ছিল গতকালের মধ্যে ৩০ জন দলবাজ বিচারপতি পদত্যাগ না করলে দলবাজ ও দুর্নীতিবাজ, তাদের নাম ও ছবি আমরা প্রকাশ করবো। এই নাম আমরা গত ৭ অক্টোবর প্রধান বিচারপতির কাছে দিয়েছি। প্রধান উপদেষ্টাকেও দিয়েছি। বিএনপিও দিয়েছে। সবারই একটি কমন দাবি।

এর আগে গত ৩০ সেপ্টেম্বর ২০ অক্টোবরের মধ্যে হাইকোর্ট বিভাগের চরম দুর্নীতিবাজ অযোগ্য দলকানা বিচারপতিদের অবিলম্বে পদত্যাগ বা অপসারণ দাবিতে আলটিমেটাম দেন আইনজীবীরা।

এফএইচ/এমআইএইচএস/এএসএম