পটুয়াখালী জেলার দুমকিতে তথ্য গোপন করে বাল্যবিবাহের চেষ্টার ঘটনায় অপ্রাপ্ত বয়স্ক মেয়ের বাবা ও বিবাহে সাহায্য করার অপরাধে এক নারীকে আটক করেছে দুমকি থানা পুলিশ। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে।
Advertisement
মঙ্গলবার (১৫ অক্টোবর) দুপুরে গণমাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন দুমকি উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শাহীন মাহমুদ।
ইউএনও বলেন, বয়স গোপন করে অপ্রাপ্ত কন্যার বিয়ে, জাল জন্মনিবন্ধন তৈরি ও শৃঙ্খলা বাহিনীর কাজে বাঁধা প্রদানসহ বিভিন্ন অভিযোগে মেয়ের বাবাকে ছয়মাস ও বিয়েতে সহযোগিতাকারীকে সাত দিনের কারাদণ্ড দেওয়া হয়েছে।
কারাদণ্ডপ্রাপ্তরা হলেন দুমকি উপজেলার পাঙ্গাশিয়া ইউনিয়নের আলগী গ্রামের আব্দুস সোবহান সিকদারের ছেলে রুহুল আমিন সিকদার (৫৫) ও আব্দুল মজিদ চৌকিদার মেয়ে তাসলিমা (৩০)।
Advertisement
আব্দুস সালাম আরিফ/এমআরএম