বাংলাদেশ ফুটবল ফেডারেশনের নির্বাচনে চারজন নারী মনোনয়নপত্র তুলেছিলেন। মঙ্গলবার শেষ দিনে চারজনই সদস্য পদে মনোনয়নপত্র জমা দিয়েছেন। তাদের মধ্যে একজন তাসমিয়া রেজওয়ান বিনতি বাফুফের সাবেক সাধারণ সম্পাদক আবু নাইম সোহাগের সহধর্মিনী।
Advertisement
শুধু এটাই তার পরিচয় নয়। তিনি বিক্রমপুর কিংসের সহসভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন কয়েক বছর ধরে। ওই ক্লাবের কাউন্সিলর হয়েছেন বাফুফের নির্বাচনে। মঙ্গলবার তিনি নিজ ক্লাবের সভাপতি ও সাধারণ সম্পাদককে নিয়ে বাফুফে ভবনে এসে মনোয়নপত্র জমা দিয়েছেন।
মনোনয়নপত্র জমা দেওয়ার পর তিনি কথা বলেছেন বাফুফে ভবনে উপস্থিত সংবাদ মাধ্যমে। সেখানে তিনি জয়ের ব্যাপারে আশাবাদ ব্যক্ত করেছেন। বলেছেন, ‘প্রথমবার বাফুফের ভোটে অংশ নিচ্ছি। এটা তো মাত্র শুরু। যদি সুযোগ হয় তাহলে ভবিষ্যতে ফুটবল নিয়ে কাজ করার ইচ্ছা আছে।’
তার স্বামীর প্রসঙ্গে গণমাধ্যমের প্রশ্নের জবাবে বিনতি বলেছেন, ‘আমরা ব্যক্তিগতভাবে ওনাকে এখানে না টানি। আমি মনে করি, তার প্রসঙ্গ না এনেও এখানে কাজ করতে পারবো।’ চারজন নারী নির্বাচনের মাঠে। অনেকের মতো বেশি। তবে বাফুফেতে প্রথমবারে ভোটের লড়াইয়ে নামতে যাওয়া এই নারী সংগঠক মনে করছেন সংখ্যাটা কম, ‘আমার মনে হয় আরো বেশি প্রার্থী হওয়া দরকার ছিল। কারণ সব জায়গায়ই তো নারীদের অংশগ্রহণ বাড়ছে। এই একটা জায়গায় পিছিয়ে থাকবে কেন?’
Advertisement
নির্বাচনের মাঠে কেমন সাড়া পাচ্ছেন? জবাবে তিনি বলেছেন, ‘এখন পর্যন্ত মনে হচ্ছে ভোটারদের সমর্থন ভালো আছে। ভালোই সাড়া পাচ্ছি। আমি জয়ের ব্যাপারে আশাবাদী।’
আরআই/আইএইচএস/