বাফুফে নির্বাচনে মনোনয়নপত্র বিক্রি হয়েছিল ৬২টি। এর মধ্যে জমা পড়েছে ৫২টি। প্রথম দিনে সোমবার মনোনয়নপত্র জমা পড়েছিল ৯টি। মঙ্গলবার দ্বিতীয় ও শেষ দিনে ৪৩টি। সভাপতি পদে মনোনয়ন তোলা হয়েছিল চারটি। জমা দিয়েছে তাবিথ আউয়াল, এ এফ এম মিজানুর রহমান চৌধুরী ও শাহাদাত হোসেন। জমা দেননি আবদুল্লাহ আল ফুয়াদ রেদোয়ান।
Advertisement
সিনিয়র সহসভাপতি পদে তরফদার মো. রুহুল আমিন ও ইমরুল হাসানের পাশাপাশি মনোনয়নপত্র তুলেছিলেন মো. মনির হোসেন। প্রতিনিধির মাধ্যমে সোমবার ফরম জমা দিয়েছিলেন ইমরুল হাসান। মঙ্গলবার জমা দিয়েছেন রুহুল আমিন। মনির হোসেন জমা দেননি।
সহসভাপতি পদে ১২টি মনোনয়নপত্র বিক্রি হয়েছিল। জমা পড়েছে ৭টি। জমা দিয়েছেন ওয়াহিদ উদ্দিন চৌধুরী, ফাহাদ মোহাম্মদ আহমেদ করিম, নাসির শাহরিয়ার জাহেদী, সাব্বির আহমেদ আরেফ, সৈয়দ রুম্মন বিন ওয়ালি সাব্বির, শফিকুল ইসলাম মানিক ও ইকবাল হোসেন। মনোনয়নপত্র তুলেও জমা দেনি আবদ্বুল্লাহ আল ফোয়াদ রেদোয়ান, ছাইদ হাসান কানন, সত্যজিৎ দাশ রুপু, রশিদ সামিউল ইসলাম ও মিজবাহ আহমেদ বিন সামাদ চৌধুরী। সদস্য পদে মনোনয়নপত্র বিরতণ হয়েছিল ৪৩টি। জমা পড়েছে ৪০টি।
সভাপতি পদে তিনটি মনোনয়নপত্র জমা হলেও তাবিথের সঙ্গে কারো প্রতিদ্বন্দ্বিতা হওয়ার সম্ভাবনা নেই। মনোয়নপত্র প্রত্যাহারের সময় বাকি দুইজন সরে দাঁড়াবেন বলেই বাতাস ফুটবল অঙ্গনে। তাই বাফুফের এবারের নির্বাচনের সব আকর্ষণ সিনিয়র সহসভাপতি পদকে ঘিরে। দুই হেভিওয়েট প্রার্থী রুহুল আমিন আর ইমরুল হাসান মুখোমুখি।
Advertisement
সহসভাপতির চার পদের জন্য মনোনয়নপত্র জমা পড়েছে ৭টি। শোনা যাচ্ছে এর মধ্যে তাবিথ আউয়ালের অঘোষিত প্যানেলে আছেন ফাহাদ মোহাম্মদ আহমেদ করিম, নাসির শাহরিয়ার জাহেদী, সাব্বির আহমেদ আরেফ। চতুর্থজন হতে পারেন ইকবাল হোসেন অথবা ওয়াহিদ উদ্দিন চৌধুরী। তরফদার রুহুল আমিনরা একজন সহসভাপতি প্রার্থীকে সমর্থন জানাবেন। তিনি হলেন- সৈয়দ রুম্মন বিন ওয়ালি সাব্বির।
শুরু থেকেই তাবিথ আউয়াল বলে আসছেন, তিনি প্যানেল নিয়ে ভাববেন চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশের পর। আবার মনোনয়নপত্র জমা দিয়ে তরফদার রুহুল আমিন বলেছেন, তিনি তাবিথের প্যানেলেই আছেন। এখানেও বিষয়টি ধোঁয়াশ।
তবে সভাপতি বাদে দুই সিনিয়র সহসভাপতির নেতৃত্বে দুটি প্যানেল শেষ পর্যন্ত ভোটের ময়দানে থাকবে বলেই ধারণা। যদি তাই হয় তাহলে ইমরুল হাসানের প্যানেলে সদস্য থাকতে পারেন- মাহফুজা আক্তার কিরণ, তাসমিয়া রেজওয়ান বিনতি, আমিরুল ইসলাম বাবু, সত্যজিৎ দাশ রুপু, আমের খান, টিপু সুলতান, ইমতিয়াজ হামিদ সবুজ, সাখাওয়াত হোসেন ভূঁইয়া শাহীন, গোলাম গাউস, কামরুল ইসলাম হিলটন, আমিনুল হক মামুন, জাকির হোসেন চৌধুরী, সাইফুর রহমান মনি, শাহিন হোসেন এবং ইকবাল হোসেন (সদস্য পদে নির্বাচন করলে)।
আরআই/আইএইচএস/
Advertisement