যশোর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ডের অধীনে ২০২৪ সালের এইচএসসির ফলাফলে পাসের হারের দিক দিয়ে শীর্ষস্থান দখল করেছে যশোর জেলা। তলানিতে অবস্থান করছে মেহেরপুর।
Advertisement
মঙ্গলবার (১৫ অক্টোবর) প্রকাশিত ফলাফলে বোর্ডের ১০ জেলার মধ্যে এই চিত্র উঠে এসেছে।
যশোর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ডের চেয়ারম্যান অধ্যাপক মর্জিনা আক্তার ফলাফল ঘোষণা করেন। ঘোষিত ফলাফল অনুযায়ী, যশোর বোর্ডে পাসের হার ৬৪ দশমিক ২৯। জিপিএ-৫ পেয়েছেন ৯ হাজার ৭৪৯ জন শিক্ষার্থী।
জেলা অনুযায়ী ফলাফলের চিত্রে দেখা গেছে, শীর্ষস্থানে অবস্থান করছে যশোর জেলা। ৭২ দশমিক ৮৪ শতাংশ পাসের হার নিয়ে বোর্ডের সেরা অবস্থানে রয়েছে এই জেলা। দ্বিতীয় অবস্থানে রয়েছে খুলনা জেলা। এই জেলার পাসের হার ৭১ দশমিক ১৯ শতাংশ। ৭০ দশমিক ১১ শতাংশ পাসের হার নিয়ে তৃতীয় অবস্থানে রয়েছে সাতক্ষীরা জেলা। নড়াইল রয়েছে চতুর্থ স্থানে। তাদের পাসের হার ৬১ দশমিক ২৭ শতাংশ।
Advertisement
পঞ্চম স্থানে থাকা ঝিনাইদহ জেলার পাসের হার ৫৯ দশমিক ৪০ শতাংশ। কুষ্টিয়ার অবস্থান ষষ্ঠ। তাদের পাসের হার ৫৮ দশমিক ৫২ শতাংশ। ৫৮ দশমিক ২৩ শতাংশ পাসের হার নিয়ে সপ্তম অবস্থানে রয়েছে মাগুরা জেলা।
চুয়াডাঙ্গা জেলা ৫৭ দশমিক ৯৬ শতাংশ পাসের হার নিয়ে রয়েছে অষ্টম অবস্থানে। নবম অবস্থানের বাগেরহাটের পাসের হার ৫৫ দশমিক ০৪ শতাংশ। আর তলানিতে অবস্থান করা মেহেরপুরে পাসের হার ৫০ দশমিক ৩৮ শতাংশ।
মিলন রহমান/এসআর/এমএস
Advertisement