রাজধানীর মৌচাক মার্কেট এলাকায় বাসে অজ্ঞানপার্টির খপ্পরে পড়ে ৮০ হাজার টাকা খুইয়েছেন আব্দুস সালাম (৫০) নামে এক কাপড় ব্যবসায়ী।
Advertisement
মঙ্গলবার (১৫ অক্টোবর ) দুপুর ২টার দিকে এ ঘটনা ঘটে। অচেতন অবস্থায় বিকেল সাড়ে ৩টার দিকে তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে স্টমাক ওয়াশ দিয়ে নতুন ভবনের মেডিসিন ওয়ার্ডে ভর্তি করা হয়।
আব্দুস সালামকে হাসপাতালে নিয়ে আসা ছোট ভাই মিলন জাগো নিউজকে বলেন, আমার ভাই এলিফ্যান্ট রোডে কাপড়ের দোকান আছে। যাত্রাবাড়ী মাতুয়াইল থেকে লাব্বাইক বাসে উঠে যাত্রাবাড়ীতে নামার কথা ছিল। সেখানে ট্যাক্সের কাগজ ঠিক করার জন্য যাওয়ার কথা ছিল। পরে বাসে অজ্ঞানপার্টির সদস্যরা অচেতন করে তার কাছে থাকা ৮০ হাজার টাকা নিয়ে যায়। পরে ওই বাসের হেলপার আমাদের ফোন দিলে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে যাই। সেখানে স্টমাক ওয়াশ দিয়ে তাকে মেডিসিন বিভাগের ৬০২ নম্বর ওয়ার্ডে ভর্তি দেওয়া হয়েছে।
ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানান, মৌচাক মার্কেটের সামনে এক কাপড় ব্যবসায়ী অজ্ঞানপার্টি খপ্পরে পড়ে সঙ্গে থাকা ৮০ হাজার টাকা খুইয়েছেন। ঢাকা মেডিকেলে নিয়ে স্টমাক ওয়াশ দিয়ে মেডিসিন বিভাগের ৬০২ নম্বর ওয়ার্ডে ভর্তি দেওয়া হয়েছে।
Advertisement
কেএডেজআইএ/এমএএইচ/জেআইএম