দুই দেশের সীমান্তে অবস্থিত আন্তঃকোরীয় রাস্তা ও রেল লাইনের কিছু অংশ বোমা মেরে উড়িয়ে দিয়েছে উত্তর কোরিয়া। এ ঘটনার পর দক্ষিণ কোরিয়ার সামরিক বাহিনী সতর্কতামূলক গুলি চালায়।
Advertisement
গত সপ্তাহে পিয়ংইয়ং জানায়, আন্তঃকোরীয় রাস্তা ও রেল লাইন সম্পূর্ণভাবে বিচ্ছিন্ন করে দেওয়া হবে ও সেখানে আরও নজরদারি বাড়ানো হবে।
দক্ষিণ কোরিয়ার চিফ অব স্টাফ জানিয়েছে, মঙ্গলবার (১৫ অক্টোবর) রাস্তার উত্তর দিকের কিছু অংশ ও রেল লাইন ধ্বংস করে দেওয়া হয়েছে। এই রাস্তা ও রেল লাইন দক্ষিণ কোরিয়ার সঙ্গে যুক্ত।
সিউলের একত্রীকরণ মন্ত্রণালয় এই পদক্ষেপকে অতীতের কোরীয় চুক্তির লঙ্ঘন বলে নিন্দা জানিয়েছে।
Advertisement
মন্ত্রণালয়টির মুখপাত্র কু বাইয়াং স্যাম এক বিবৃতিতে বলেছেন, উত্তর কোরিয়া বারবার এ ধরনের কর্মকাণ্ড পরিচালনা করছে যা নিন্দনীয়।
গত সপ্তাহে উত্তর কোরিয়া অভিযোগ করে জানায়, তাদের আকাশে ড্রোন পাঠিয়েছে সিউল। এরপরই নতুন করে দেশ দুইটির মধ্যে চরম উত্তেজনা শুরু হয়।
সূত্র: রয়টার্স
এমএসএম
Advertisement