খেলাধুলা

নভেম্বর উইন্ডোতে প্রীতি ম্যাচের জন্য মালদ্বীপকে আমন্ত্রণ বাফুফের

নভেম্বর উইন্ডোতে ফিফা প্রীতি ম্যাচ খেলার জন্য মালদ্বীপকে আমন্ত্রণ জানিয়েছে বাংলাদেশ। মালদ্বীপও সবুজ সংকেত দিয়েছে বলে জানা গেছে। সবকিছু ঠিক থাকলে ১৩ ও ১৭ নভেম্বর বসুন্ধরা কিংস অ্যারেনায় দুটি ম্যাচ অনুষ্ঠিত হবে।

Advertisement

তবে বাফুফে এখনো নভেম্বর উইন্ডোর ম্যাচ নিয়ে আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি।

সেপ্টেম্বর উইন্ডোতে বাংলাদেশ ভুটানের বিপক্ষে দুটি ম্যাচ খেলেছিল থিম্পুতে। প্রথম ম্যাচ ১-০ গোলে জিতেছিল বাংলাদেশ। দ্বিতীয় ম্যাচ হেরেছিল ১-০ গোলে।

নভেম্বর উইন্ডোতে ম্যাচ খেলার পর ওই মাসের শেষ সপ্তাহে মাঠে গড়াবে ঘরোয়া ফুটবল।

Advertisement

আরআই/এমএইচ/জেআইএম