তথ্যপ্রযুক্তি

মজিলা ফায়ারফক্সে তথ্য সুরক্ষিত রাখতে পারেন যেভাবে

মজিলা ফায়ারফক্স, একটি জনপ্রিয় ওয়েব ব্রাউজার, ব্যবহারকারীদের তথ্য সুরক্ষায় বিভিন্ন বৈশিষ্ট্য ও টুলস প্রদান করে। এটি ব্যবহার করে নিরাপত্তা ও গোপনীয়তা রক্ষা করার জন্য কয়েকটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিতে হবে। ফায়ারফক্সে ব্যবহারকারীর তথ্য সুরক্ষিত রাখতে যে বিষয়গুলো মাথায় রাখতে হবে-

Advertisement

ব্রাউজার আপডেট রাখুন

মজিলা ফায়ারফক্স নিয়মিতভাবে আপডেট হয়, যাতে নতুন সুরক্ষা ফিচার ও বাগ ফিক্স অন্তর্ভুক্ত করা যায়। আপনার ব্রাউজার সর্বদা আপডেটেড রাখতে নিশ্চিত করুন। এটি করতে, ব্রাউজারের মেনু থেকে অ্যাবাউট ফায়ারফক্স অপশনে যান এবং সেখানে আপডেট চেক করুন। স্বয়ংক্রিয় আপডেট চালু থাকলে, ব্রাউজার নিজেই আপডেট হয়ে যাবে।

প্রাইভেসি সেটিংস কাস্টমাইজ করা

ফায়ারফক্সের প্রাইভেসি সেটিংস কাস্টমাইজ করলে আপনার তথ্য সুরক্ষিত রাখা সহজ হয়। অপশন বা প্রেফারেন্স মেনুতে গিয়ে প্রাইভেসি অ্যান্ড সিকিউরিটি সেকশনে প্রবেশ করুন। সেখানে বিভিন্ন অপশন পাবেন-

ডিফল্ট ট্র্যাকিং প্রটেকশন: এই সেটিংটি সক্রিয় করুন যাতে ট্র্যাকিং কোকার্স আপনার অনলাইন কার্যকলাপ অনুসরণ করতে না পারে। স্ট্যান্ডার্ড, স্ট্রিক্ট বা কাস্টম মোডের মধ্যে নির্বাচন করুন।

Advertisement

আরও পড়ুন

বৃষ্টির সময় টিভি চালালে যেসব ভুল করবেন না

কুকি ও সাইট ডাটা: কুকি ব্যবস্থাপনা নিয়ে আপনার পছন্দ অনুযায়ী কাস্টমাইজ করুন। নির্দিষ্ট সাইটের কুকি ব্লক করতে পারেন অথবা সব তৃতীয় পক্ষের কুকি ব্লক করার সেটিংস করতে পারেন।

এক্সটেনশন ও অ্যাড-অন ব্যবহারে সতর্কতা

ফায়ারফক্সে বিভিন্ন ধরনের এক্সটেনশন এবং অ্যাড-অন ব্যবহারের মাধ্যমে ব্রাউজারের কার্যকারিতা বাড়ানো যায়। তবে, যেকোনো এক্সটেনশন ইনস্টল করার আগে তার সুরক্ষা যাচাই করা জরুরি। শুধুমাত্র অফিসিয়াল অ্যাড-অন রিপোজিটরিতে পাওয়া যায় এমন এক্সটেনশনগুলো ব্যবহার করুন এবং তার রিভিউ ও রেটিং দেখে নির্বাচন করুন।

পাসওয়ার্ড ম্যানেজার ব্যবহার করা

মজিলা ফায়ারফক্সের মধ্যে পাসওয়ার্ড ম্যানেজার রয়েছে যা আপনার পাসওয়ার্ড সুরক্ষিত রাখতে সাহায্য করে। এটি আপনাকে পাসওয়ার্ড তৈরি করতে এবং সংরক্ষণ করতে সহায়তা করে। এই ফিচারটি ব্যবহার করতে লগইন অ্যান্ড পাসওয়ার্ড সেকশনে গিয়ে আপনার পাসওয়ার্ডগুলো সংরক্ষণ করুন। এছাড়া একটি মেন স্ট্রং পাসওয়ার্ড ব্যবহার করুন এবং সম্ভব হলে দ্বি-ফ্যাক্টর অথেন্টিকেশন সক্ষম করুন।

Advertisement

ওয়েবসাইটের সুরক্ষা স্ট্যাটাস চেক করা

ফায়ারফক্সে ওয়েবসাইটের সুরক্ষা স্ট্যাটাস সহজে চেক করা যায়। যে কোনো ওয়েবসাইটের ইউআরএল বারের পাশে লক আইকন দেখা যাবে। এটি ক্লিক করে ওয়েবসাইটের নিরাপত্তা সম্পর্কিত তথ্য দেখতে পারবেন। নিরাপত্তাহীন বা সন্দেহজনক ওয়েবসাইটে প্রবেশ থেকে বিরত থাকুন।

গোপনীয়তা মোড ব্যবহার করা

ফায়ারফক্সে প্রাইভেট ব্রাউজিং মোড ব্যবহার করে আপনার ব্রাউজিং ইতিহাস, কুকি ও সাইট ডাটা সংরক্ষণ করা হবে না। এই মোডটি ব্যবহার করলে আপনার গোপনীয়তা বাড়ে এবং ট্র্যাকিং কমে যায়। এটি ব্যবহার করতে, মেনু থেকে নিউ প্রাইভেট উইন্ডো নির্বাচন করুন।

ফায়ারফক্সের উন্নত সুরক্ষা বৈশিষ্ট্য

ফায়ারফক্স কিছু উন্নত সুরক্ষা বৈশিষ্ট্য অফার করে, যেমন ফায়ারফক্স মনিটর যা আপনাকে জানাবে আপনার তথ্য কোনো ডাটা লিকের শিকার হয়েছে কি না। ফেসবুক কন্টেইনার এক্সটেনশন ব্যবহার করলে ফেসবুকের মাধ্যমে আপনার অন্যান্য অনলাইন কার্যকলাপ ট্র্যাক করা বন্ধ হয়।

আরও পড়ুন

হোয়াটসঅ্যাপে আইপি অ্যাড্রেস লুকিয়ে রাখবেন যেভাবে জুমের যে সুবিধা পাবেন হোয়াটসঅ্যাপ ভিডিও কলে

কেএসকে/এমএস