দেশজুড়ে

দিনাজপুর বোর্ডে ২০ কলেজে পাস করেনি কেউ

দিনাজপুর শিক্ষা বোর্ডের অধীনে এইচএসসি পরীক্ষায় প্রকাশিত ফলাফলে এবার ২০টি কলেজ থেকে কোনো শিক্ষার্থী পাস করেনি। এই ২০টি কলেজে মোট পরীক্ষার্থী ছিলেন ৬৩ জন।

Advertisement

কলেজগুলো হচ্ছে- লালমনিরহাট জেলার আদিতমারী উপজেলার গন্ধমারুয়া স্কুল অ্যান্ড কলেজ, পরীক্ষার্থীর সংখ্যা ৮ জন, রৌমারি হাইস্কুল অ্যান্ড কলেজ, পরীক্ষার্থী সংখ্যা ১ জন, কালিগঞ্জ উপজেলার সোনারহাট স্কুল অ্যান্ড কলেজ, পরীক্ষার্থী সংখ্যা ৩ জন, শিয়াল খাওয়া কলেজ, পরীক্ষার্থী সংখ্যা ৩ জন, দুহুলি এসসি হাইস্কুল অ্যান্ড কলেজ, পরীক্ষার্থী সংখ্যা ১ জন, কাকিনা গালর্স হাইস্কুল অ্যান্ড কলেজ, পরীক্ষার্থী সংখ্যা ১ জন, ঠাকুরগাঁও জেলার রানীশংকৈল উপজেলার গোগোর কলেজ, পরীক্ষার্থী সংখ্যা ৬ জন, বালিয়াডাঙ্গী উপজেলার রত্নাই বগুলাবাড়ী হাইস্কুল অ্যান্ড কলেজ, পরীক্ষার্থী সংখ্যা ৩ জন, কদমরসুল হাট হাইস্কুল অ্যান্ড কলেজ, পরীক্ষার্থী সংখ্যা ২ জন, মোরলহাট জনতা হাইস্কুল অ্যান্ড কলেজ, পরীক্ষার্থী সংখ্যা ২ জন, সদর উপজেলার কালেক্টরেট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ, পরীক্ষার্থী সংখ্যা ১ জন, দিনাজপুর জেলার বীরগঞ্জ উপজেলার সনকা আদর্শ কলেজ, পরীক্ষার্থী সংখ্যা ৬ জন, হাকিমপুর উপজেলার বল্ডার হাইস্কুল অ্যান্ড কলেজ, পরীক্ষার্থী সংখ্যা ৪ জন, ফুলবাড়ী উপজেলার উত্তর লক্ষ্মীপুর হাইস্কুল অ্যান্ড কলেজ, পরীক্ষার্থী সংখ্যা ৩ জন।

এছাড়া নীলফামারী জেলার ডোমার উপজেলার বাঘডোগরা নিমোজখানা হাইস্কুল অ্যান্ড কলেজ, পরীক্ষার্থী সংখ্যা ৬ জন, কুড়িগ্রাম জেলার নাগেশ্বরী উপজেলার গোপালপুর এম এল হাইস্কুল অ্যান্ড কলেজ, পরীক্ষার্থী সংখ্যা ৬ জন, রৌমারী উপজেলার শৌলমারী এম আর হাইস্কুল অ্যান্ড কলেজ, পরীক্ষার্থী সংখ্যা ১ জন, রংপুর জেলার সদর উপজেলার আর্কাডিয়া ইন্টারন্যাশনাল কলেজ, পরীক্ষার্থী সংখ্যা ৩ জন, গঙ্গাচড়া উপজেলার বড়াইবাড়ী কলেজ, পরীক্ষার্থী সংখ্যা ১ জন ও গাইবান্ধা জেলার পলাশবাড়ী উপজেলার ফকিরহাট মহিলা কলেজ, পরীক্ষার্থী সংখ্যা ২জন।

মঙ্গলবার (১৫ অক্টোবর) বেলা ১১টায় দিনাজপুর শিক্ষা বোর্ডের এইচএসসি পরীক্ষার ফলাফলে চেয়ারম্যান প্রফেসর স.ম. আব্দুস সামাদ আজাদ কর্তৃক স্বাক্ষরিত পরিসংখ্যান তুলে ধরে প্রেস ব্রিফিং করেন পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর মীর সাজ্জাদ আলী।

Advertisement

এমদাদুল হক মিলন/এফএ/জেআইএম