দেশজুড়ে

দিনাজপুর বোর্ডে ভালো করেছে বিজ্ঞানের শিক্ষার্থীরা

দিনাজপুর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ডের এইচএসসি পরীক্ষার পাশের হার ও জিপিএ-৫ বেড়েছে। এছাড়া বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীরা ভালো করেছে। এবার পাশের ৭৭.৫৬ শতাংশ। মোট জিপিএ-৫ পেয়েছে ১৪ হাজার ২৯৫ শিক্ষার্থী।

Advertisement

মঙ্গলবার (১৫ অক্টোবর) বেলা ১১টায় দিনাজপুর শিক্ষাবোর্ডের এইচএসসি পরীক্ষার ফলাফল তুলে ধরে প্রেস ব্রিপিং করেন শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর মীর সাজ্জাদ আলী।

পরিসংখ্যানে জানানো হয়, এবারে দিনাজপুর বোর্ডের অধীনে আটটি জেলার ৬৬৫ প্রতিষ্ঠানের মোট এক লাখ ১২ হাজার ১১৫ শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেন। তাদের মধ্যে ৮৬ হাজার ৯৫৪ জন পাস করেন। পাসের হার ৭৭.৫৬ শতাংশ।

এবারে জিপিএ-৫ পেয়েছে ১৪ হাজার ২৯৫ জন। তাদের মধ্যে ছাত্রী আট হাজার ১১০ এবং ছাত্র পেয়েছে ৬ হাজার ১৮৫ জন। যা গতবারের চেয়ে ৭ হাজার ৮৩৬ বেশি।

Advertisement

প্রাপ্ত ফলাফলে এবারে বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীরা ভালো করেছে। বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের পাশের হার ৯০.৭৮ শতাংশ, মানবিক বিভাগের শিক্ষার্থীদের পাশের হার ৭৩.৩৫ এবং ব্যবসায় শিক্ষা বিভাগের পাশের হার ৬৪.৪৫ শতাংশ। এর মধ্যে ছেলেরা ৭৩.৯৭ শতাংশ এবং মেয়েরা ৮১.০১ শতাংশ পাস করেছে।

এবারের পরীক্ষায় মোট ৩৬ শিক্ষার্থী বহিষ্কার হয়েছে। শতভাগ পাস করেছে ১৫ প্রতিষ্ঠানের এবং ২০ প্রতিষ্ঠানের কোন শিক্ষার্থী পাস করেনি।

এমদাদুল হক মিলন/এএইচ/জেআইএম

Advertisement