কুমিল্লা শিক্ষা বোর্ডের অধীনে এইচএসসি পরীক্ষায় পাসের হার শতকরা ৭১ দশমিক ১৫ শতাংশ। জিপিএ-৫ পেয়েছেন ৭ হাজার ৯২২ শিক্ষার্থী। এই বোর্ডে গতবার পাসের হার ছিল ৭৫ দশমিক ৩৯ শতাংশ।
Advertisement
বুধবার (১৫ অক্টোবর) বেলা ১১টায় কুমিল্লা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক ড. মো. আসাদুজ্জামান জাগো নিউজকে এসব তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, এ বছর কুমিল্লা শিক্ষা বোর্ডের অধীনে ফেনী, নোয়াখালী, লক্ষ্মীপুর, চাঁদপুর, ব্রাহ্মণবাড়িয়া ও কুমিল্লা জেলার ১ লাখ ১২ হাজার ৩১২ জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশ নেন। পাসের হার শতকরা ৭১ দশমিক ১৫ শতাংশ। তাদের মধ্যে ৪৪ হাজার ৬৫ জন ছাত্র এবং ৬৪ হাজার ২৪৭ জন ছাত্রী।
গত বছরের চেয়ে এবারের ফলাফল কিছুটা খারাপ হয়েছে। গতবার পাসের হার ছিল ৭৫ দশমিক ৩৯ শতাংশ। জিপিএ-৫ পেয়েছিল ৫ হাজার ৬৫৫ জন। তবে এবছর ফলাফলে ছেলেদের চেয়ে এগিয়ে আছে মেয়েরা। মেয়েদের পাসের হার ৭৩ দশমিক ৭০ শতাংশ আর ছেলেদের পাসের হার ৬৭ দশমিক ৭৪ শতাংশ।
Advertisement
জাহিদ পাটোয়ারী/এফএ/জিকেএস