বরিশালে শিক্ষাবোর্ডে চলতি বছরের এইচএসসি পরিক্ষায় বেড়েছে পাসের হার ও জিপিএ ৫ প্রাপ্তির সংখ্যা। এবার পাসের হার ৮১ দশমিক ৮৫ শতাংশ। এবছর জিপিএ ৫ পেয়েছে ৪ হাজার ১৬৭ শিক্ষার্থী।
Advertisement
মঙ্গলবার (১৫ অক্টোবর) বেলা ১১টায় বরিশাল শিক্ষাবোর্ডে ফলাফল প্রকাশ করেন পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর অরুণ কুমার গাইন।
গতবছরের চেয়ে এবার এক দশমিক ২০ শতাংশ শিক্ষার্থী বেশি পাশ করেছে বরিশালে। একইসঙ্গে জিপিএ ৫ প্রাপ্তির সংখ্যাও বেড়েছে। গতবছর এই সংখ্যা ছিল ৩ হাজার ৯৯৩ জন।
গতবছর বরিশাল শিক্ষাবোর্ডে ৪১ শিক্ষার্থী বহিষ্কার হলেও এবার তা কমে হয়েছে ৩৩। সামগ্রিকভাবে এ ফলাফলকে ভালো বলছে বোর্ড কর্তৃপক্ষ।
Advertisement
পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর অরুণ কুমার গাইন বলেন, পাশের হার ও জিপিএ ৫ দুটিই গতবছরের তুলনায় বেড়েছে। একইসঙ্গে বহিষ্কারের সংখ্যাও কমেছে। এটিকে ভালো ফলাফলই বলা যায়।
শাওন খান/এএইচ/জিকেএস