স্কুল ছাত্রীকে ধর্ষণের অভিযোগে পটুয়াখালীর বাউফলের মদনপুর ইউনিয়ন মৎস্যজীবী দলের সভাপতি আনোয়ার হোসেনকে (৪০) দল থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।
Advertisement
সোমবার (১৪ অক্টাবর) বাউফল উপজেলা মৎস্যজীবী দলের সভাপতি মোশারেফ হোসেন খান লিটন ও সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে তাকে অব্যাহতি দেওয়া হয়। যদিও অবহ্যতি পত্রে দলীয় শৃঙ্খলা ভঙের কথা উল্লেখ করা হয়েছে।
উপজেলা মৎস্যজীবী দলের সভাপতি মোশারেফ হোসেন খান লিটন বলেন, ধর্ষণের অভিযোগ থাকায় মদনপুরা ইউনিয়ন মৎস্যজীবী দলের সভাপতি আনোয়ার হোসেনকে অব্যাহতি দেওয়া হয়েছে । তার কারণে দলের বদনাম হচ্ছিলো ।
আব্দুস সালাম আরিফ/এএইচ/জিকেএস
Advertisement