খেলাধুলা

বিপিএল গভর্নিং কাউন্সিলের চেয়ারম্যান ফারুক, সদস্য সচিব ফাহিম

সরকার পরিবর্তনের পালায় বিসিবির পরিচালক পর্ষদের বড় অংশই লোকচক্ষুর অন্তরালে। পরিচালকদের একটা উল্লেখযোগ্য অংশ পদত্যাগও করেছেন। সব মিলে বিসিবিতে শুধু পরিচালকদের উপস্থিতিই কম নয়, গুরুত্বপূর্ণ স্ট্যান্ডিং কমিটিগুলোর শীর্ষ পদও শূন্য হয়ে পড়েছে।

Advertisement

যেমন বিপিএলের গভর্নিং কাউন্সিলই ছিল চেয়ারম্যান ও সদস্য সচিব শূন্য। যদিও গতকাল রোববার বিসিবির দেওয়া সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছিল, তারপর আজ জানা গেল, বিসিবি সভাপতি ফারুক আহমেদই এবারের বিপিএলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান। তার সাথে বোর্ড পরিচালক হওয়া নাজমুল আবেদিন ফাহিম হলেন গভর্নিং কাউন্সিলের সদস্য সচিব।

এছাড়া এবারের বিপিএল গভর্নিং কাউন্সিলে আছেন আরও দুজন সদস্য- মাহবুব আনাম ও ফাহিম সিনহা। মানে সব মিলে ৪ সদস্যের বিপিএল গভর্নিং কাউন্সিল।

বিকেলে গণমাধ্যমের সামনে কথা বলতে এসে ফারুক আহমেদ নিজেই বলে উঠলেন, ‘আমি ভারপ্রাপ্ত চেয়ারম্যান। আমরা চারজন সদস্য। নাজমুল আবেদিন সদস্য সচিব। তার সাথে মাহবুব আনাম ভাই আছেন।’

Advertisement

এআরবি/এমএমআর/জেআইএম