দেশজুড়ে

সিলেটে ৭০০ নৌকাসহ বিপুল বালু-পাথর জব্দ

সিলেটের গোয়াইনঘাটে অভিযান চালিয়ে ৭০০ নৌকাসহ বিপুল পরিমাণ বালু-পাথর জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত। সোমবার (১৪ অক্টোবর) দিনভর অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. তৌহিদুল ইসলাম।

Advertisement

অভিযানে ৯ লাখ ৬৬ হাজার ঘনফুট বালু, ১০ হাজার ঘনফুট পাথর ও দুটি পাথর ভাঙার মেশিনসহ পরিবহনের কাজে ব্যবহৃত কয়েকটি গাড়ি জব্দ করা হয়।

ইউএনও তৌহিদুল ইসলাম জানান, বাংলাদেশ পরিবেশ আইনজীবী সমিতির (বেলা) দায়ের করা রিটের প্রেক্ষিতে উপজেলা প্রশাসন, বিজিবি ও পুলিশের ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।

এসময় গোয়াইনঘাটের সহকারী কমিশনার (ভূমি) মো. সাইদুল ইসলাম, পরিবেশ অধিদপ্তর সিলেটের সহকারী পরিচালক মো. বদরুল হুদা, সিলেট ব্যাটালিয়নের (৪৮ বিজিবি) ভারপ্রাপ্ত কোয়ার্টার মাস্টার সহকারী পরিচালক মোহাম্মদ ফারুক হোসেন, গোয়াইনঘাট থানার এসআই ফখরুল ইসলামসহ বিজিবি ও পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

Advertisement

আহমেদ জামিল/আরএইচ/জেআইএম