দেশের সাত বিভাগের (ঢাকা ব্যতীত) শিক্ষাপ্রতিষ্ঠানে আগামী ২৪ অক্টোবর থেকে শুরু হচ্ছে ছাত্রীদের জরায়ুমুখ ক্যানসার প্রতিরোধে বিনামূল্যে হিউম্যান প্যাপিলোমা ভাইরাস (এইচপিভি) টিকাদান কর্মসূচি। এই কর্মসূচি চলবে চার সপ্তাহ ধরে।
Advertisement
এদিন বাংলাদেশ সরকারের উদ্যোগে বিশ্ব স্বাস্থ্য সংস্থা, ইউনিসেফ ও দ্যা ভ্যাকসিন অ্যালায়েন্স-গ্যাভির সহায়তায় এ টিকাদান কর্মসূচি শুরু হবে।
জানা গেছে, শিক্ষাপ্রতিষ্ঠানে পঞ্চম থেকে ৯ম শ্রেণিতে অধ্যয়নরত ছাত্রী ও শিক্ষাপ্রতিষ্ঠান বহির্ভুত ১০ থেকে ১৪ বছর বয়সী কিশোরীদের এই টিকা বিনামূল্যে দেওয়া হবে।
শিক্ষাপ্রতিষ্ঠানে অধ্যয়নরত ছাত্রীদের জন্য ২৪ অক্টোবর থেকে এইচপিভি টিকাদান কার্যক্রম শুরু হয়ে চলবে ৪ নভেম্বর পর্যন্ত। শিক্ষাপ্রতিষ্ঠানে অধ্যয়নরত নয়, এমন ১০ থেকে ১৪ বছর বয়সের কিশোরীদের এই টিকা দেওয়া হবে ৬ নভেম্বর থেকে ১৩ নভেম্বর পর্যন্ত।
Advertisement
এরপর ১৪ নভেম্বর থেকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্থায়ী ক্যাম্পে ১৮ কর্মদিবস পর্যন্ত টিকাদান কার্যক্রম চলবে। সেখানে পঞ্চম থেকে নবম শ্রেণির ছাত্রী অথবা ১০ থেকে ১৪ বছর বয়সী শিক্ষাপ্রতিষ্ঠান বহির্ভুত কিশোরীদের বিনামূল্যে এইচপিভির (হিউম্যান প্যাপিলোমা ভাইরাস) টিকা বিনামূল্যে দেওয়া হবে।
শুরুতে ঢাকা বাদে এ কার্যক্রম সাতটি বিভাগের নির্দিষ্ট বয়সী ও নির্ধারিত শ্রেণিতে অধ্যয়নরত কিশোরীরা www.vaxepi.gov.bd ওয়েবসাইটে নিবন্ধন করে টিকাকার্ড সংগ্রহ করতে পারবে। পরে ওই কার্ড দেখিয়ে টিকার ডোজ গ্রহণ করা যাবে।
এরই মাঝে এই টিকাদান কর্মসূচি সফল করতে দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে আলোচনা সভা করা হচ্ছে। ইউনিসেফ-বাংলাদেশও তাদের অফিসিয়াল ফেসবুক পেজে বিষয়টি জানিয়েছে।
এএএম/এমআরএম/জেআইএম
Advertisement