ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) জনসংযোগ দফতরের ভারপ্রাপ্ত পরিচালক হিসেবে নিয়োগ পেয়েছেন একই দফতরের উপ-পরিচালক মোহাম্মদ রফিকুল ইসলাম পান্না।
Advertisement
সোমবার (১৪ অক্টোবর) উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান আজ তাকে ভারপ্রাপ্ত পরিচালক হিসেবে নিয়োগ দেন।
মোহাম্মদ রফিকুল ইসলাম পান্না ছাত্রজীবনে দৈনিক দিনকাল পত্রিকায় ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিবেদক হিসেবে কাজ করেন। পরে কয়েক বছর তিনি একই পত্রিকায় স্টাফ রিপোর্টার হিসেবে কর্মরত ছিলেন। ২০০৪ সালে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় জনসংযোগ দফতরে সেকশন অফিসার পদে যোগদান করেন।
তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি, ঢাকা রিপোর্টার্স ইউনিটি এবং ঢাকা সাংবাদিক ইউনিয়নের প্রাক্তন সদস্য। তিনি মেহেরপুর জেলার গাংনী উপজেলাধীন হাড়াভাংগা গ্রামে জন্মগ্রহণ করেন।
Advertisement
এমএইচএ/এমআরএম/জেআইএম