দেশজুড়ে

করতোয়া কুরিয়ারের কাভার্ডভ্যানে মিললো বিপুল ভারতীয় শাড়ি

লালমনিরহাটে করতোয়া কুরিয়ার সার্ভিসের একটি কাভার্ডভ্যান থেকে বিপুল পরিমাণ ভারতীয় শাড়ি-পাঞ্জাবি ও প্যান্ট পিস উদ্ধার করেছে বিজিবি। সোমবার (১৪ অক্টোবর) ভোরে তিস্তা টোলপ্লাজায় তল্লাশি চালিয়ে এসব কাপড় উদ্ধার করা হয়।

Advertisement

বিজিবি সূত্র জানায়, সকালে বিজিবির একটি টহল দল গোপন সংবাদের ভিত্তিতে করতোয়া কুরিয়ার সার্ভিস একটি কাভার্ডভ্যানকে দাঁড়াতে সংকেত দেয়। ভ্যানটি সেখানে না দাঁড়িয়ে তিস্তা টোল প্লাজার অভিমুখে চলতে থাকে। পরে বিজিবি ধাওয়া করে টোল প্লাজায় ভ্যানটিকে আটকে তল্লাশি চালিয়ে এক হাজার ৪৬৬ পিস ভারতীয় শাড়ি, এক হাজার ৪৭৯ পিস পাঞ্জাবি ও এক হাজার পিস প্যান্ট পিস জব্দ করা হয়।

লালমনিরহাট ১৫ বিজিবি ব্যাটালিয়ন (সিইও) কর্নেল মোফাজ্জল হোসেন আকন্দ বলেন, এ ধরনের অভিযান পরিচালনা অব্যাহত থাকবে। জব্দ কাভার্ডভ্যান বর্তমানে ১৫ বিজিবি ব্যাটালিয়নে রয়েছে।

রবিউল হাসান/আরএইচ/জিকেএস

Advertisement