খেলাধুলা

স্বাধীনতা কাপ ফুটবলে আজ মুখোমুখি দুই আবাহনী

দুটি দলই আবাহনী। আজ স্বাধীনতা কাপ ফুটবলের ফাইনালের মুখোমুখি দুই আবাহনী। নাম এক, জার্সিও এক। শুধু দুই দল দুই শহরের। একটি মূল আবাহনী, ঢাকার দল। আরেকটি তাদের ছোটভাই বলা যায়, চট্টগ্রাম আবাহনী। বিকাল সাড়ে ৫টায় ঢাকার বঙ্গবন্ধু জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে শিরোপা লড়াইয়ে মুখোমুখি হচ্ছে এ দু’দল।চট্টগ্রাম আবাহনী কিংবা চট্টগ্রাম মোহামেডান- এই দুটি ক্লাব বাংলাদেশ প্রিমিয়ার লিগ কিংবা অন্য কোন বড় টুর্নামেন্টে শুধু অংশগ্রুহনের উদ্দেশ্যেই নাম লেখাত। কিন্তু গত বছর হঠাৎ করেই বড় বাজেটের দল গড়ার ঘোষণা করে চট্টগ্রাম আবাহনী। ঘোষণাটাকে কাজেও পরিণত করে তারা। গতবছর নিজেদেরে মাঠে আয়োজিত বঙ্গবন্ধু আন্তর্জাতিক ক্লাবকাপ টুর্নামেন্টে শিরোপা ঘরে রেখে দিয়ে তারা জানান দেয় নিজেদের আগমনী বার্তা। সেই ধারাবাহিকতায় মৌসুমের সেরা দল গড়ে দলটির স্বাধীনতা কাপের ফাইনালে উঠে আসাটা মোটেও চমকের কিছু নয়। যদি এবার ঢাকা আবাহনীকে হারিয়ে মৌসুমের প্রথম টুর্নামেন্টের ট্রফি ঘরে তুলে নেয়, তাতেও অবাক হওয়ার কিছু থাকবে না।যদিও ফাইনালে তাদের প্রতিপক্ষ ঢাকা আবাহনী। গত কয়েকটি মওসুম যাদের কাছে শিরোপা স্বপ্ন হয়ে দাঁড়িয়েছে। শক্তির বিচারে অন্যদের সঙ্গে তুলনাতেই আসে না। অন্তত সেরা তিনেও জায়গা হয় না যাদের, সেই আবাহনীই কিনা উঠে এসেছে মওসুমের প্রথম টুর্নামেন্টের ফাইনালে। তবে সত্যি বলতে, ফাইনালে কঠিন প্রতিদ্বন্দ্বীতারই মুখোমুখি হতে যাচ্ছে চট্টলার দলটি।দুটি দলই আকালী-হলুদ। তবুও চট্টগ্রামের আবাহনী একটু পিছিয়েই থাকবে হয়তো। কারণ মৌসুমে সেরা দল গড়লেও যাদের নিয়ে স্বপ্ন সাজিয়েছে দলটি, তাদের মধ্যে পাঁচ ফুটবলার টুর্নামেন্টে খেলতে পারছেন না দলবদল সংক্রান্ত মামলার কারণে। তবে তিন বিদেশী লিওনেল, এলিমন, জানাবিদের নিয়ে মাঠে দুর্দান্ত খেলা উপহার দিয়েছেন জাহিদ হোসেন। টাইব্রেকারে শেখ রাসেলকে হারানোর পিছনে ছিলেন দলের এই চার তারাকাই। সুতরাং আত্মবিশ্বাস নিয়েই মাঠে নামবে তারা। তবে একটা জায়গায় কিন্তু একটু হলেও ভাবতে হবে দলটিকে। টুর্নামেন্টের গ্রুপ পর্বে শক্তিতে অনেক পিছিয়ে থাকা মোহামেডানের কাছে ১-৫ গোলে বিধ্বস্ত হয়েছিল দলটি। পেশাদার লিগ চ্যাম্পিয়ন শেখ জামালের সঙ্গেও ড্র হয়েছিল তাদের গ্রুপ পর্বের শেষ ম্যাচ। শেখ রাসেলের বিপক্ষে টাইব্রেকার নামক ভাগ্যের খেলায় জিতলেও বড় দলগুলোর সামনে এখনও নিজেদের দাপট প্রমাণ করেতে পারেনি বঙ্গবন্ধু ক্লাব কাপের চ্যাম্পিয়ন দলটি।শনিবারের ফাইনালে তাই শুধু আবাহনী নয় শ্রেষ্ঠত্বের মুকুট পরতে জয় করতে হবে অনেক কিছুই। সেটি পারলে আবার শুধু ট্রফি নয়, অনেক অর্জন নিয়েই ঘরে ফিরতে পারবে দলটি। এত সব হিসেব নিকেশের মধ্যে অল আবাহনী ফাইনাল তাই ভিন্ন আবহ নিয়েই হাজির হচ্ছে আজ।আইএইচএস/এমএস

Advertisement