জাতীয়

রমনা বিভাগের ডিসিকে বদলি

ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) রমনা বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) সারওয়ার জাহানকে বদলি করা হয়েছে।

Advertisement

সোমবার (১৪ অক্টোবর) ডিএমপি কমিশনার মো. মাইনুল হাসান স্বাক্ষরিত এক অফিস আদেশে তাকে বদলি করা হয়।

আদেশে বলা হয়, রমনা বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) সারোয়ার জাহানকে ডিএমপি সদর দফতরে সংযুক্ত করা হয়েছে।

একই আদেশে ডিএমপি সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম (উত্তর) বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. মাসুদ আলমকে রমনা বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) হিসেবে বদলি করা হয়েছে।

Advertisement

এ আদেশ অবিলম্বে কার্যকর করা হবে বলেও প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়।

টিটি/জেএইচ/এএসএম