রাজনীতি

তারেককে জাতির ত্যাজ্য করা উচিত : রেলপথমন্ত্রী

বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ নিয়ে কটুক্তি করায় বিএনপি নেতা তারেক রহমানকে জাতির ত্যাজ্য করা উচিত বলে জানিয়েছেন রেলপথমন্ত্রী মো. মজিবুল হক। মঙ্গলবার সন্ধ্যায় রাজধানীর শাহবাগস্থ জাতীয় জাদুঘরের কবি সুফিয়া কামাল মিলনায়তনে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ জাতীয় জাদুঘর প্রাতিষ্ঠানিক ইউনিট কমান্ডের উদ্যোগে আয়োজিত ‘বঙ্গবন্ধু ও মহান বিজয় দিবস’ শীর্ষক আলোচনা সভা ও বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।তিনি বলেন, কোন নেশাগ্রস্ত সন্তান যখন পিতা-মাতাকে কষ্ট দেয় তখন তারা ওই সন্তানকে ত্যাজ্য করে। তেমনি বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ নিয়ে তার কটুক্তির জন্য তাকে জাতির ত্যাজ্য করা উচিত।তিনি আরও বলেন, বিএনপি নেত্রী বেগম খালেদা জিয়া অশিক্ষিত ও তার পুত্র তারেক রহমান অশিক্ষিত ও বেয়াদব। বঙ্গবন্ধুকে নিয়ে তারেক যে মন্তব্য করেছে তা শুধু দেশের নয় সারা বিশ্বের কোন বিবেক সম্পন্ন মানুষ বিশ্বাস করবে না।মজিবুল হক বলেন, বিএনপি নেত্রী বেগম খালেদা জিয়া দেশের স্বাধীনতার দীর্ঘ ৪৩ বছর পরও পাকিস্তান প্রীতিতে বিশ্বাস করেন। কেননা যারা পাকিস্তানের পক্ষ নিয়ে মুক্তিযুদ্ধের বিরোধীতা করেছিল তিনি তাদের পক্ষ নিয়েছেন।তিনি বলেন, বেগম জিয়ার প্রিয় পাকিস্তান আজ দেশের মানুষের কাছে গোরস্তান। এ চরম সত্য এখনও বেগম খালেদা জিয়া উপলদ্ধি করতে ব্যর্থ হয়েছেন। তাই তিনি একাত্তরের মানবতা বিরোধী অপরাধীদের সাথে জোট করেছেন।অনুষ্ঠানের শুরুতে ২০ জন মুক্তিযোদ্ধাকে সংবর্ধনা দেয়া হয়। তারা রেলপথমন্ত্রীর কাছ থেকে একটি করে ক্রেস্ট ও সম্মাননাপত্র গ্রহণ করেন।জাতীয় জাদুঘর প্রাতিষ্ঠানিক ইউনিট কমান্ডের কমান্ডার নূর ইসলাম মোল্লার সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- জাতীয় জাদুঘর বোর্ড অব ট্রাস্টিজের সভাপতি এবং সাবেক সচিব এম. আজিজুর রহমান, আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি এডভোকেট মোল্লা মো. আবু কাওসার, হাউজ বিল্ডিং ফাইন্যান্স কর্পোরেশন প্রাতিষ্ঠানিক ইউনিট কমান্ডের কমান্ডার নূরুল আলম তালুকদার ও জাতীয় শ্রমিক লীগের সাধারণ সম্পাদক মো. সিরাজুল ইসলাম।

Advertisement