রাজধানীর কারওয়ানবাজারে রেললাইন পারাপারের সময় ট্রেনের ধাক্কায় নূরনবী (৪০) নামের এক মাছ ব্যবসায়ী নিহত হয়েছেন।
Advertisement
রোববার (১৩ অক্টোবর) সন্ধ্যা ছয়টার দিকে এ দুর্ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক সন্ধ্যা সাতটার দিকে মৃত ঘোষণা করেন।
নূরনবীকে ঢামেকে নিয়ে আসা জুয়েল কবির বলেন, কারওয়ানবাজারে মাছ ব্যবসা করতেন নূরনবী। সন্ধ্যার দিকে রেললাইন পারাপারের সময় ট্রেনের ধাক্কায় গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসি।
আরও পড়ুন ভিমরুলের কামড়ে বাবা-ছেলে-মেয়ের মৃত্যু, দাফনও হলো পাশাপাশি ঝিনাই নদীতে দুই নৌকার সংঘর্ষে কিশোরের মৃত্যুনিহত নূরনবীর গ্রামের বাড়ি নেত্রকোনা জেলার মদন উপজেলার গোবিন্দশ্রী গ্রামে। কর্মসূত্রে রাজধানীর কারওয়ানবাজার এলাকায় বসবাস করতেন। তিনি দুই মেয়ে ও এক ছেলের জনক।
Advertisement
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক বলেন, মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট রেলওয়ে থানায় অবগত করা হয়েছে। কাজী আল-আমিন/কেএসআর/জিকেএস