দেশজুড়ে

চাঁদপুরে ইলিশ বিক্রির অপরাধে তিনজনকে অর্থদণ্ড

চাঁদপুরের ফরিদগঞ্জে ইলিশ বিক্রির অপরাধে তিনজনকে অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। রোববার (১৩ অক্টোবর) উপজেলার একটি বাজারে অভিযান চালিয়ে তাদের অর্থদণ্ড দেয়া হয়।

Advertisement

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন ফরিদগঞ্জ উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও ফরিদগঞ্জ পৌর প্রশাসক এ আর এম জাহিদ হাসান।

আদালত সূত্র জানায়, ফরিদগঞ্জ বাজারে তিনজন মাছ বিক্রেতাকে ইলিশ বিক্রয়রত অবস্থায় হাতেনাতে ধরা পরলে সেখানে মোবাইলকোর্ট পরিচালিত হয়। অপরাধী তিন ব্যক্তিকে মৎস্য রক্ষা ও সুরক্ষা আইনে প্রত্যেককে পাঁচ হাজার টাকা করে অর্থদণ্ড আরোপ ও আদায় করা হয়। একইসঙ্গে নিষিদ্ধ সময়ে তাদের ইলিশ বিক্রয়ে পুনরায় পাওয়া গেলে কারাদণ্ড আরোপের শর্তে মুচলেকা নেওয়া হয়।

তিনি আরও জানান, জব্দ করা ১৮৮ কেজি ইলিশ মাছ ফরিদগঞ্জের কেরোয়ার রাওযাতুল কোরআন মাদরাসা, কাছিয়াড়ার কারিমিয়া আহম্মদিয়া কেরাতুল কোরআন মাদরাসা ও এতিমখানা এবং চাঁদপুর সদরের সরকারি শিশু পরিবারের এতিম ও দুস্থ শিক্ষার্থীদের মাঝে বিতরণ করা হয়।

Advertisement

এসময় ফরিদগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. হানিফ সরকার, উপজেলা মৎস্য অফিসের ক্ষেত্র সহকারী শাহীনুর আক্তার, মো. রেদোয়ান খানসহ রোভার স্কাউটের সদস্যরা উপস্থিত ছিলেন।

শরীফুল ইসলাম/আরএইচ/জিকেএস