জাতীয়

সাগরে লঘুচাপের পূর্বাভাস, বাড়তে পারে বৃষ্টি

আগামী ৪৮ ঘণ্টার মধ্যে দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরে একটি লঘুচাপ সৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস। এমন অবস্থায় দেশে বজ্রসহ বৃষ্টি বাড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। সংস্থাটি জানিয়েছে, আজ দেশের চারটি বিভাগে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

Advertisement

রোববার (১৩ অক্টোবর) আবহাওয়া অফিসের নিয়মিত পূর্বাভা এসব তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, আজ রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণ হতে পারে। এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।

এদিকে, দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু চট্টগ্রাম অঞ্চল ব্যাতিত বাংলাদেশ থেকে বিদায় নিয়েছে। পরিস্থিতি অনুকূলে থাকলে দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু পরবর্তী ২৪ ঘণ্টার মধ্যে বাংলাদেশের অবশিষ্টাংশ থেকে বিদায় নিতে পারে বলে জানিয়েছেন আবহাওয়াবিদরা।

Advertisement

আবহাওয়াবিদ মো. ওমর ফারুক জানিয়েছেন, মৌসুমি বায়ু বিদায় নেওয়ার সময় বৃষ্টি ঝরিয়ে যায়। এখন যে বৃষ্টি হচ্ছে সেটার পরিমাণ কম। তবে বজ্রসহ বৃষ্টি হচ্ছে। লঘুচাপ সৃষ্টি হলে বৃষ্টি আরও বাড়তে পারে।

তিনি বলেন, এই সপ্তাহজুড়ে দেশের বিভিন্ন জায়গায় বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাতের প্রবণতা অব্যাহত থাকতে পারে।

শনিবার সকাল থেকে আজ সকাল পর্যন্ত গত ২৪ ঘণ্টায় দেশে সর্বোচ্চ ২৮ মিলিমিটার বৃষ্টি হয়েছে ঢাকায়। সর্বোচ্চ ৩৫.৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা ছিল খুলনার মোংলায়।

আরএএস/এসএনআর/জেআইএম

Advertisement