সরকার পতনের পর অবশেষে খালেদা জিয়ার নামফলক বসানো হলো চট্টগ্রাম ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে। গত ১৮ বছরে চট্টগ্রাম চেম্বারের কোথাও খালেদা জিয়ার নাম ছিল না।
Advertisement
১৯৯৪ সালে গণপূর্তের সরকারি জমি এক টাকা প্রতীকী মূল্যে চট্টগ্রামের শীর্ষ ব্যবসায়ীদের সংগঠন চট্টগ্রাম চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিকে বরাদ্দ দেন ওই সময়ের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। পরবর্তীতে ২০০৬ সালে প্রধানমন্ত্রীর প্রচেষ্টায় ওই জমিতে ওয়ার্ল্ড ট্রেড সেন্টার নির্মাণে হাত দেয় চট্টগ্রাম চেম্বার। ওই বছরের ২৯ আগস্ট ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের নির্মাণ কাজের উদ্বোধন করেছিলেন খালেদা জিয়া। কিন্তু ওয়ান-ইলেভেন সরকার পরবর্তী আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর সরিয়ে নেওয়া হয় খালেদা জিয়ার ভিত্তিপ্রস্তরের সেই নামফলক।
শনিবার (১১ অক্টোবর) চট্টগ্রাম নগরীর আগ্রাবাদের ওয়ার্ল্ড সেন্টারের সামনে খালেদা জিয়ার নামে সেই নামফলক বসান বিএনপিপন্থি কয়েকজন ব্যবসায়ী।
আরও পড়ুন>>> বিএনপির ত্রাণ তহবিলে ২ লাখ টাকা দিলেন খালেদা জিয়াএতে নেতৃত্ব দেন বাংলাদেশ নন প্যাকার ফ্রোজেন ফুডস এক্সপোর্টস অ্যাসোসিয়েশনের সিনিয়র সহ-সভাপতি মাহবুব রানা। তিনি জাগো নিউজকে বলেন, ১৯৯৪ সালে প্রধানমন্ত্রী খালেদা জিয়া প্রতীকী মূল্যে জমিটি চট্টগ্রাম চেম্বারকে বরাদ্দ দিয়েছিলেন। কিন্তু পরবর্তীতে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর খালেদা জিয়ার সেই নামফলক মুছে দেওয়া হয়।
Advertisement
তিনি বলেন, খালেদা জিয়া এক টাকার বিনিময়ে ওই জমি চেম্বারকে বরাদ্দ দিয়েছিলেন। বর্তমানে শুধুমাত্র ওই জমির মূল্যই শতকোটি টাকার বেশি।
জানা গেছে, খালেদা জিয়ার বরাদ্দ দেওয়া গণপূর্ত বিভাগের ৭৫ কাঠার ওই জমিতে প্রায় ২০০ কোটি টাকা ব্যয়ে ওয়ার্ল্ড ট্রেড সেন্টার নির্মাণ করে চট্টগ্রাম চেম্বার। ওয়ার্ড ট্রেড সেন্টার আংশিক নির্মাণের পর ২০১৬ সালের ৩০ জানুয়ারি আনুষ্ঠানিক উদ্বোধন করেন ওই সময়ের প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
এমডিআইএইচ/এসআইটি/জেআইএম
Advertisement