খেলাধুলা

ভারতের রেকর্ড, টি-টোয়েন্টিতে সর্বোচ্চ সংগ্রহ কোন দলের?

আরেকটু হলে টি-টোয়েন্টির বিশ্বরেকর্ড হয়ে যেতো। বাংলাদেশ বড় এক লজ্জার হাত থেকে বেঁচেছে কোনোমতে। তবে ঠিকই আইসিসির পূর্ণ সদস্য কোনো দেশের এই ফরম্যাটে সর্বোচ্চ দলীয় সংগ্রহের রেকর্ড গড়ে ফেলেছে ভারত।

Advertisement

হায়দরাবাদে আজ ভারত বাংলাদেশের বোলারদের ছাতু বানিয়ে গড়েছে ৬ উইকেটে ২৯৭ রানের সংগ্রহ। যা কিনা টেস্ট খেলুড়ে কোনো দেশের টি-টোয়েন্টিতে সর্বোচ্চ দলীয় সংগ্রহ।

টি-টোয়েন্টিতে আইসিসির পূর্ণ সদস্য কোনো দেশের সর্বোচ্চ দলীয় সংগ্রহের রেকর্ডটি ছিল আফগানিস্তানের দখলে। ২০১৯ সালে আয়ারল্যান্ডের বিপক্ষে দেহরাদুনে ৩ উইকেটে ২৭৮ করেছিল আফগানরা।

আর টি-টোয়েন্টি ইতিহাসের সর্বোচ্চ দলীয় সংগ্রহের বিশ্বরেকর্ড নেপালের। ২০২৩ সালে হাংজুতে মঙ্গোলিয়ার বিপক্ষে ৩ উইকেটে ৩১৪ রানের সংগ্রহ গড়ে তারা।

Advertisement

চতুর্থ অবস্থানে আছে চেক রিপাবলিকের ৪ উইকেটে ২৭৮ রানের সংগ্রহ। ২০১৯ সালে ইলফভ কাউন্টিতে তুরস্কের বিপক্ষে এই সংগ্রহ গড়েছিল তারা।

পঞ্চম স্থানে মালয়েশিয়ার ৪ উইকেটে ২৬৮ রানের পুঁজি। ২০২৩ সালে থাইল্যান্ডের বিপক্ষে হাংজুতে এই সংগ্রহ গড়ে মালয়েশিয়া।

টি-টোয়েন্টির সেরা ৫ দলীয় সংগ্রহ১. নেপাল: ৩১৪/৩ ২. ভারত: ২৯৭/৬৩. আফগানিস্তান: ২৭৮/৩৪. চেক রিপাবলিক: ২৭৮/৪৫. মালয়েশিয়া: ২৬৮/৪

এমএমআর/জেআইএম

Advertisement