দুর্নীতির বেড়াজালে রুগণ হয়ে পড়েছে স্বাস্থ্যসেবা খাত। অপ্রতুল বরাদ্দের ওপর সঠিক ব্যবহারের অভাব ও দুর্নীতির কারণে স্বাস্থ্যসেবা নিতে গিয়ে মানুষ সর্বস্বান্ত হয়ে যাচ্ছে।
Advertisement
শনিবার (১২ অক্টোবর) জাতীয় প্রেস ক্লাবের তফাজ্জল হোসেন মানিক মিয়া হলে ‘অপ্রতুল বাজেট এবং দুর্নীতির বেড়াজাল: স্বাস্থ্যখাতের রুগণ দশা’ শীর্ষক গোলটেবিল বৈঠকে আলোচকদের বক্তব্যে এসব কথা উঠে এসেছে।
নাগরিক সংগঠন ‘সুস্বাস্থ্যের বাংলাদেশ’ আয়োজিত বৈঠকে স্বাস্থ্যসেবা সুরক্ষায় আইন প্রণয়নের ওপর জোর দেওয়া হয়।
অনুষ্ঠান থেকে জবাবদিহিমূলক স্বাস্থ্যসেবা ব্যবস্থা প্রতিষ্ঠার জন্য যৌক্তিক মতামত রাষ্ট্রের নীতিনির্ধারকদের কাছে পৌঁছানোর আহ্বান জানান বক্তারা। এছাড়া স্বাস্থ্যখাতের চ্যালেঞ্জ ও সমস্যা বিশ্লেষণ করেন তারা।
Advertisement
অনুষ্ঠানে জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ডা. এম এইচ চৌধুরী লেলিন, বিএনপির স্বাস্থ্যবিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. নাজমুল হোসেন বক্তব্য দেন।
‘সুস্বাস্থ্যের বাংলাদেশ’র সভাপতি ডা. কাজী সাইফউদ্দীন বেননূরের সভাপতিত্বে বৈঠকে স্বাগত বক্তব্য রাখেন বাংলাদেশ লাং ফাউন্ডেশনের ট্রেজারার অধ্যাপক ডা. মো. আব্দুস শাকুর খান। এতে মূল বক্তব্য উপস্থাপন করেন ইউনিসেফের ন্যাশনাল কনসালটেন্ট ডা. মো. আব্দুর রাজ্জাকুল আলম। এ খাতের বিভিন্ন দুর্নীতি ও এর ভূমিকা নিয়ে মূল বক্তব্য তুলে ধরেন এমিনেন্স অ্যাসোসিয়েটস ফর সোশ্যাল ডেভেলপমেন্টের প্রধান নির্বাহী কর্মকর্তা ডা. মো. শামীম হায়দার তালুকদার।
এএএম/এমএইচআর/জেআইএম
Advertisement