চাঁদপুরে পদ্মা-মেঘনায় ২২ দিন মা ইলিশ রক্ষার অভিযান শুরু হচ্ছে আজ শনিবার (১২ অক্টোবর) মধ্যরাত থেকে। এ উপলক্ষে বিকেলে শহরের বড় স্টেশন মোলহেড তিন নদীর মোহনায় সচেতনতামূলক সভা ও র্যালি হয়।
Advertisement
এসময় জেলা প্রশাসক মোহাম্মদ মহসীন উদ্দিন জানান, ২২ দিন ইলিশ মাছ ধরা বন্ধ থাকবে। এসময় কোনো সরকারি কর্মকর্তা-কর্মচারী যদি জেলেদের অবৈধভাবে সহায়তা করে তাহলে ব্যবস্থা নেওয়া হবে।
প্রতি বছর মা ইলিশ ডিম ছাড়ার লক্ষে ২২ দিন পদ্মা-মেঘনা নৌ-সীমানার ৭০ কিলোমিটার এলাকায় ইলিশসহ সব ধরনের মাছ শিকার বন্ধ থাকে। আজ রাত ১২টার পর থেকে নিষেধাজ্ঞা কার্যকর হবে, যা চলবে আগামী ৩ নভেম্বর পর্যন্ত। আইন অমান্য করে কেউ মাছ ধরলে ব্যবস্থা হিসেবে জেল-জরিমানাসহ অর্থদণ্ডের বিধান রয়েছে।
জেলা প্রশাসক মোহাম্মদ মহসীন উদ্দিন বলেন, আমরা আশাবাদী জেলেরা নিষেধাজ্ঞার সময় নদীতে নামবে না। কারণ তারা আমাদের কাছে কথা দিয়েছেন ২২ দিন ইলিশ ধরতে যাবেন না। এরপরও কোনো জেলে অন্যায়ভাবে নদীতে গেলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবো। প্রতিদিন ১০-১৫টি স্পিডবোট রেডি থাকবে, কেউ নামলেই ধরে ফেলা হবে।
Advertisement
তিনি আরও বলেন, এবছর খুব কঠোরভাবে অভিযান হবে। পুলিশ ও কোস্টগার্ডের পাশাপাশি সেনাবাহিনী, র্যাব, আনসার এবং ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা থাকবেন। পাশাপাশি স্বেচ্ছাসেবক টিম ও রেড ক্রিসেন্ট সোসাইটির সদস্যরাও থাকবেন। আমি বিশ্বাস করি সরকারি কর্মকর্তা-কর্মচারী নির্দেশ অক্ষরে অক্ষরে পালন করবেন। জেলেদের অবৈধভাবে সহায়তা করবে এরকম আশা করি না। তারপরও যদি কোনো সরকারি কর্মকর্তা-কর্মচারী জড়িত থাকে, তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
সচেতনতামূলক সভায় বক্তব্য রাখেন পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব, চাঁদপুর অঞ্চলের নৌ পুলিশ সুপার সৈয়দ মোশফিকুর রহমান, ইলিশ উন্নয়ন প্রকল্প পরিচালক মোল্লা এমদাদুল্যাহ, চাঁদপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা শাখাওয়াত জামিল সৈকত, মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মো.আমিরুল ইসলাম, কোস্টগার্ড স্টেশন কমান্ডার সাব লেফটেন্যান্ট এম ফজলুল হক, জেলা মৎস্য কর্মকর্তা গোলাম মেহেদী হাসান।
শরীফুল ইসলাম/জেডএইচ/জেআইএম
Advertisement