ময়মনসিংহের ভালুকায় গেস্ট হাউজ থেকে শহিদ মিয়া (৪০) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
Advertisement
শনিবার (১২ অক্টোবর) দুপুরে পৌর শহরের তানভীর গেস্ট হাউজের দুতলার একটি কক্ষ থেকে মরদেহ উদ্ধার করা হয়।
পুলিশ ও স্থানীয়রা জানান, শহিদ মিয়া দুদিন আগে ওই গেস্ট হাউজে ওঠেন। তার চলাফেরা স্বাভাবিক ছিল। ঘটনার দিন সকালে তিনি রুম থেকে বের হননি। এ অবস্থায় গেস্ট হাউজের কর্মীরা ডাকাডাকি করলেও সাঁড়া মেলেনি তার। পরে কক্ষের দরজার ফাঁক দিয়ে দেখা যায় শহীদ মিয়া বিছানার ওপর পড়ে আছেন। থানায় খবর দিলে পুলিশ গিয়ে দরজা ভেঙে তার মরদেহ উদ্ধার করে।
ভালুকা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামসুল হুদা জাগো নিউজকে বলেন, মরদেহ উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট আসার পর মৃত্যুর কারণ জানা যাবে।
Advertisement
মঞ্জুরুল ইসলাম/জেডএইচ/জেআইএম