সরকার গণমাধ্যমকে কোনোভাবেই প্রভাবিত করার চেষ্টা করবে না বলে উল্লেখ করেছেন প্রধান উপদেষ্টার সহকারী প্রেস সচিব সুচিস্মিতা তিথি।
Advertisement
তিনি বলেন, নিউজের কেমন ট্রিটমেন্ট হবে তা নিয়ে কোনোভাবেই চাপ দেবে না এই সরকার। অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে মন খুলে যৌক্তিক সমালোচনা করা যাবে। প্রধান উপদেষ্টা ড. মুহম্মদ ইউনূস নিজেই তার সরকারের সমালোচনা করার পরামর্শ দিয়েছেন।
শনিবার (১২ অক্টোবর) বিকেলে কক্সবাজার প্রেস ক্লাবে এক সফরে এসে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে এসব কথা বলেন তিনি।
সহকারী প্রেস সচিব বলেন, সরকার দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে প্রতিনিয়ত কাজ করে যাচ্ছে। ভোক্তা অধিকারকে কাজে লাগানো হচ্ছে। তবে সরকার মার মার কাটে বিশ্বাসী নয়। নিয়মতান্ত্রিক পদ্ধতিতে বাজার নিয়ন্ত্রণে আনার চেষ্টা চলছে।
Advertisement
এর আগে প্রধান উপদেষ্টার সহকারী প্রেস সচিব সুচিস্মিতা তিথি কক্সবাজারে যান। সেখানে সরকারের পক্ষ থেকে জেলার দুর্গোৎসব পর্যবেক্ষণ করেন।
এরপর তিনি বিকেলে কক্সবাজার প্রেস ক্লাবে এলে প্রেস ক্লাব সভাপতি মাহবুবর রহমান ও সাধারণ সম্পাদক মমতাজ উদ্দিন বাহারী তাকে পুষ্পস্তবক দিয়ে স্বাগত জানান।
এসময় সহকারী প্রেস সচিবের ভগ্নিপতি ডা. বিশ্বজিৎ রায় (রাজিব), কক্সবাজার প্রেস ক্লাবের সহ-সাধারণ সম্পাদক ইকরাম চৌধুরী টিপুসহ সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
সায়ীদ আলমগীর/জেডএইচ/জেআইএম
Advertisement